স্কুটার দিয়ে বাজাজকে কটাক্ষ মোহনবাগানের? আনোয়ারের ‘টাকা মেরে দেওয়ায়’ বলল ‘চোর’?

স্কুটার দিয়ে বাজাজকে কটাক্ষ মোহনবাগানের? আনোয়ারের ‘টাকা মেরে দেওয়ায়’ বলল ‘চোর’?

স্কুটার দিয়ে রঞ্জিত বাজাজকে কটাক্ষ করল মোহনবাগান সুপরা জায়ান্ট? আনোয়ার আলির প্রাপ্য টাকা মেরে দেওয়ার যে অভিযোগ উঠেছে, তা নিয়ে ঘুরিয়ে ‘চোর’ বলা হল? শনিবার মোহনবাগানের সোশ্যাল মিডিয়া পেজে দুটি ‘রিল’ দেখে এমনই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। কারণ একটি রিপোর্টে দাবি করা হয় যে আনোয়ারের ২৭.৫ লাখ টাকা মেরে দিয়েছে দিল্লি এফসির মালিক সংস্থা জেব্বোই ফেসিলিটি ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড। আর তারপরই মোহনবাগানের তরফে যে দুটি ‘রিল’ পোস্ট করা হয়েছে, তাতে পুরো বিষয়টি নিয়ে উত্তেজনার মাত্রা চরমে উঠেছে। মোহনবাগানের পোস্টে কোথাও বাজাজ বা দিল্লি এফসির নাম করা না হলেও অনেকের বক্তব্য, সবুজ-মেরুন বাহিনীর নিশানায় যে কে বা কারা ছিলেন, তা বুঝতে একটুও অসুবিধা হচ্ছে না। যদিও বাজাজ নিজে আনোয়ারের প্রাপ্য টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

মোহনবাগানের প্রথম ‘রিল’-এ কী আছে?

শনিবার বিকেলের দিকে সোশ্যাল মিডিয়া পেজে মোহনবাগানের তরফে যে রিল পোস্ট করা হয়, সেটার শুরুতেই স্কুটার চালিয়ে আসতে দেখা যায় বিশাল কাইথদের। কিছুটা পরে আনোয়ারের ছবি দেখানো হয়। আর সেইসঙ্গে অক্ষয় কুমারের সিনেমার একটি দৃশ্য দেখিয়ে বলা হয়েছে, ‘তু সমঝা? নেহি, তু নেহি সমঝা।’ আর স্কুটারেই বিশেষ ইঙ্গিত লুকিয়ে আছে বলে মনে করেছেন নেটিজেনদের একাংশ।

মোহনবাগানের দ্বিতীয় ‘রিল’-টা আরও ‘বিপজ্জনক’

পরে রাতের দিকে মোহনবাগানের তরফে যে রিল পোস্ট করা হয়, তাতে অক্ষয়ের সিনেমার একটি দৃশ্য দেখানো হয়। তাতে দেখা গিয়েছে যে একজনকে কীভাবে বোকা বানিয়ে বেশি টাকা নিয়ে নেওয়া হচ্ছে। আর সেই দৃশ্যের পিছনে ‘চোর হ্যাঁ’, ‘চোর হ্যাঁ’ গান শোনা গিয়েছে। তারপর আনোয়ারের মুখ দেখানো হয়েছে। তাতে কারও নাম না নিলেও অনেকের ধারণা, বাজাজদের কটাক্ষ করেছে মোহনবাগান কর্তৃপক্ষ।

আনোয়ারকে প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগ অস্বীকার বাজাজের

রেভস্পোর্টসে বাজাজ দাবি করেন, আনোয়ারের প্রাপ্য কোনও টাকা নেননি তিনি। সেটার স্বপক্ষে তাঁর কাছে যাবতীয় তথ্যপ্রমাণ আছে। পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে তাঁর বিরুদ্ধে। বিচারাধীন বিষয় হওয়ায় আপাতত তিনি সেইসব তথ্য প্রকাশ করছেন না। পুরো বিষয়টি মিটে যাওয়ার পরে আনোয়ার নিজেও সেটা স্পষ্ট করে দেবেন। আর তিনি মানহানির মামলাও করবেন বলে জানিয়েছেন বাজাজ।

(Feed Source: hindustantimes.com)