বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের অতীত সম্পর্কের কথা সকলেরই জানা। আইপিএলে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন দুই ক্রিকেটার। ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকেই জল্পনা চলছিল ড্রেসিং রুমে কোহলির সঙ্গে কেমন সম্পর্ক হবে গম্ভীরের। তাদের অতীত তিক্ততা টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমের পরিবেশ নষ্ট করবে কিনা তা নিয়েও চলছিল জল্পনা।
সোমবার ভারতীয় দলের কোচ হওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠক করলেন গৌতম গম্ভীর। সেখানেও স্বাভাবিকভাবেই ওঠে বিরাট কোহলি প্রসঙ্গ। কোহলি প্রসঙ্গে প্রশ্নের উত্তরে গৌতম গম্ভীর বলেন,”এটি টিআরপির জন্য ভাল তবে বিরাট কোহলির সঙ্গে আমি কী ধরনের সম্পর্ক শেয়ার করি তা দুজন পরিণত ব্যক্তি ভাল করেই জানি। আমার মনে হয় না কোনও সমস্যা আছে।”
এছাড়াও টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ বলেন,”প্রত্যেকেরই লড়াই করার অধিকার আছে। তাদের নিজস্ব দলের জন্য, তাদের নিজস্ব জার্সির জন্য। সকলেই বিজয়া ড্রেসিং রুমে থাকতে চায়। তবে এই মুহূর্তে আমি মনে করি আমরা ভারতের প্রতিনিধিত্ব করছি এবং 140 কোটি ভারতীয়দের প্রতিনিধিত্ব করছি এবং আমি নিশ্চিত যে আমরা একসঙ্গে ভাল করে কাজ করব। আমাদের সম্পর্কও খুব ভাল।”
বিরাট কোহলির প্রশংসাও শোনা যায় গম্ভীরের মুখে। তিনি বলেন, তিনি একজন বিশ্বমানের খেলোয়াড়। যার জন্য আমি তাঁকে অনেক সম্মান করি। আশা করি একজন খেলোয়াড় হিসেবে এটি অব্যাহত থাকবে। তার পারফরম্যান্স নিয়ে নতুন করে বলার কিছুই নেই। আশা করি আমরা সত্যিই ভালোভাবে একসঙ্গে কাজ করতে পারব ও দেশকে সাফল্য এনে দিতে পারব।”
(Feed Source: news18.com)