ভারতীয় রেলের স্লিপার ও চেয়ারকার যায় ভিন্ন দূরত্বে! টিকিটে লেখা ‘A’ বিশেষ অর্থ বহন করে

ভারতীয় রেলের স্লিপার ও চেয়ারকার যায় ভিন্ন দূরত্বে!  টিকিটে লেখা ‘A’ বিশেষ অর্থ বহন করে

দূরপাল্লার ট্রেনে স্লিপিং বার্থ

A শব্দটি ট্রেনের সিটের অবস্থান জানতে ব্যবহার করা হয়। যেমন কোনও বগিতে কোনও যাত্রীর আসন কোথায়? যদি কোনও যাত্রী দূরপাল্লার সুপারফাস্ট কিংবা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করেন, তবে ঘুমন্ত যাত্রীদের বিবেচনায় আসন রাখা হয়। এর মধ্যে সব থেকে নিচেরটিকে বলা হয় লোয়ার বার্থ কিংবা LB, মধ্যের সিটকে বলা হয় মিডল বার্থ কিংবা MB আর ওপরের সিটকে বলা হয় আপার বার্থ কিংবা UB।

চেয়ারকার ট্রেনে বসার আসন

যদি কোনও যাত্রী স্বল্প দূরত্বের শীতাতল নিয়ন্ত্রিত চেয়ারকারে ভ্রমণ করতে চান তবে সেক্ষেত্রে ঘুমনোর আসন থাকে না। শুধুমাত্র বাসের মতো আরামদায়ক চেয়ার রয়েছে। সাধারণভাবে কোচের দুপাশে ৩ টি করে আসন থাকে আর এর মধ্যে যাওয়া-আসার জন্য প্যাসেজ থাকে। যেহেতু এই ধরনের ট্রেন স্বল্প-দূরত্বে চালানো হয়, তাই শুধু বসেই যাতায়াত করা যায়।

কর্নারের আসনকে A সিট বলা হয়

চেয়ারকার ট্রেনগুলিতে জানালার পাশে প্রথম আসনটিকে w অর্থাৎ জানালার আসন বলা হয়। সেখানে মাঝের আসনকে M বলা হয়। আর কোনার আসনকে বলা হয় আসাইল অর্থাৎ A আসন। যা করিডোরে কোনের আসন হিসেবে পরিচিত। এর থেকেই পরিষ্কার A আসনের অর্থ কী। পরের বার ট্রেনের টিকিট কাটার পরে কোনও যাত্রী কোন আসন পেয়েছেন, তা আগে থেকেই জানতে পারবেন।

হর্নেরও রয়েছে সাংকেতিক ভাষা

ভারতীয় রেলে হর্নেও রয়েছে সাংকেতিক ভাষা। একটানা জোড়ো হর্ন বাজানোর অর্থই হল, ট্রেনটি স্টেশনে দাঁড়াবে না। যে কারণে যাত্রীদের সতর্ক করা হচ্ছে যন তাঁরা স্টেশন থেকে দূরে সরে দাঁড়ান। ছোট হর্ন শুধুমাত্র একবার বাজানোর উদ্দেশ্য হল কোনও নির্দিষ্ট ট্রেনকে দন্তব্যের দিকে পাঠানোর জন্য স্টেশন ছাড়ছে। একবার দেখে নেওয়া হয় সবকিছু ঠিকঠাক আছে কিনা। ছোট হর্ন দুবার বাজানো হলে বুঝতে হবে ট্রেনটি রেঞ্জ সিগন্যালের কাছে অনুমতি চাইছে। ছোট হর্ন তিনবার বাজানোর অর্থ হল চালক ট্রেনের নিয়ন্ত্রণ হারিয়েছেন। তাই ট্রেনের পিছনের দিকে থাকা গার্ডকে আপতকালীন ব্রেক টানার জন্য সংকেত দিচ্ছেন তিনি। ছোট হর্ন চারবার বাজানোর অর্থ হল ট্রেনটিতে কোনও সমস্যা দেখা দিয়েছে। তা আর আগে যাওয়ার মতো অবস্থায় নেই।