লন্ডনে অনন্ত-রাধিকার বিবাহ পরবর্তী অনুষ্ঠানের গুঞ্জন! সত্যি? হোটেল কর্তৃপক্ষের তরফে কী বিবৃতি?

লন্ডনে অনন্ত-রাধিকার বিবাহ পরবর্তী অনুষ্ঠানের গুঞ্জন! সত্যি? হোটেল কর্তৃপক্ষের তরফে কী বিবৃতি?

লন্ডন: দীর্ঘদিন ধরে চলতে থাকা উৎসব উদযাপন। দেশের ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) বিয়ের নানাবিধ অনুষ্ঠান শেষ হলেও, সেই নিয়ে আলোচনা যেন থামতেই চায় ন। সম্প্রতি একাধিক প্রতিবেদন সূত্রে খবর মেলে যে এবার বিবাহ পরবর্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে লন্ডনে (London)। সত্যিই কি তাই? কী বলছে সেখানকার ৭-তারা হোটেল কর্তৃপক্ষ?

অনন্ত-রাধিকার বিবাহ-পরবর্তী অনুষ্ঠান লন্ডনে?

একাধিক প্রতিবেদন সূত্রে খবর, যে আম্বানি পরিবার এবার পাড়ি দেবে লন্ডনের উদ্দেশে। সেখানেই নাকি অনন্ত ও রাধিকার বিয়ের পরবর্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কোথায়? শোনা যায়, সেখানকার বিলাসবহুল ৭-তারা প্রপার্টি ‘স্টোক পার্ক, লাক্সারি হোটেল অ্যান্ড গল্ফিং এস্টেট’-এই হবে অনুষ্ঠানের আয়োজন। সেই নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন এই প্রপার্টির কর্তৃপক্ষের তরফে সেই জল্পনা একেবারে উড়িয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি বিবৃতি জারি করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘স্টোক পার্কে, আমরা সাধারণত কোনও ব্য়ক্তিগত বিষয়ে মন্তব্য করি না, কিন্তু সাম্প্রতিক মিডিয়া জল্পনা প্রসঙ্গে, এবং সঠিক তথ্য প্রদানের উদ্দেশ্যে, আমরা পরিষ্কার করে বলতে চাই যে এই গ্রীষ্মে আমাদের এস্টেটে কোনও বিয়ের অনুষ্ঠনের পরিকল্পনা নেই।’

চলতি মাসের ১২ তারিখ গাঁটছড়া বাঁধেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। হিন্দু রীতি মেনে বিয়ে সারেন তাঁরা। ঝাঁ চকচকে সেই অনুষ্ঠানের আগে পরে নানা রীতি মেনে অনুষ্ঠান হয়েছে। বিয়ের আগে ‘গায়ে হলুদ’ থেকে শুরু করে বিয়ের পরের দিন ‘শুভ আশীর্বাদ’ ও রিসেপশনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তাবড় তারকারা। মুম্বইয়ে সমস্ত অনুষ্ঠান সেরে নবদম্পতি পাড়ি দেন জামনগরের উদ্দেশে। সেখানকার বাসিন্দারা দুই বাহু ছড়িয়ে তাঁদের সাদরে গ্রহণ করেন।

২০২৪ সালের মার্চ মাসে এই জামনগরেই তিন দিন ধরে ‘প্রাক বিবাহ’ অনুষ্ঠান চলে অনন্ত ও রাধিকার। অনন্তের ঠাকুমা কোকিলাবেন আম্বানি, এই জামনগরে জন্মেছিলেন। এখানেই ধীরুভাই আম্বানি ও মুকেশ আম্বানির ব্যবসার শুরু।

(Feed Source: abplive.com)