নিয়মরক্ষার তৃতীয় টি-২০ ম্যাচে নজরে শ্রীলঙ্কার ব্যাটিং, একাদশে কোনও বদল ঘটাবে ভারত?

নিয়মরক্ষার তৃতীয় টি-২০ ম্যাচে নজরে শ্রীলঙ্কার ব্যাটিং, একাদশে কোনও বদল ঘটাবে ভারত?

পাল্লেকেলে: তিন ম্যাচের সিরিজ়ের প্রথম দুই টি-টোয়েন্টিতেই দাপুটে মেজাজে জয়। ইতিমধ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ ওভারের সিরিজ় (IND vs SL) নিজেদের নামে করে ফেলেছে ভারতীয় দল। আজ নিয়মরক্ষার ম্যাচে ফের মুখোমুখি হচ্ছে দুই দল। এই ম্যাচে একদিকে যেখানে শ্রীলঙ্কা নিজেদের ব্যাটিংয়ে উন্নতি ঘটিয়ে হোয়াইটওয়াশ রোখার জন্য বদ্ধপরিকর হবে, সেখানে ভারতের সামনে সঞ্জু স্যামসন, খলিল আমেদ, যারা সিরিজ়ে তেমন সুযোগই পাননি, তাঁদের পরখ করে নেওয়ার সুযোগ রয়েছে।

শ্রীলঙ্কান টপ অর্ডারের তিন ব্যাটার কিন্তু এই সিরিজ়ে ভালই পারফর্ম করেছেন। পাথুম নিসাঙ্কা সিরিজ়ের সর্বোচ্চ রানসংগ্রাহক, কুশল মেন্ডিস এবং কুশল পারেইরাও রান পেয়েছেন। তবে তা সত্ত্বেও দুই ম্যাচেই শ্রীলঙ্কান ব্যাটিংয়ে ধস নামে। প্রথম ম্যাচে ৩০ রানে নয় উইকেট হারায় দ্বীপরাষ্ট্র, দ্বিতীয় ম্যাচে ৩২ রানের ব্যবধানে পড়ে সাত উইকেট। এর মূল কারণ দলের মিডল অর্ডারের সম্পূর্ণ ব্যর্থতা। অধিনায়ক চরিথ আসালঙ্কা নিজেই ব্যাট হাতে নিরাশ করেছেন। দুই ম্যাচে তাঁর সংগ্রহ যথাক্রমে শূন্য ও ১৪ রান। তাই শেষ ম্যাচে নিজের প্রভাব ফেলতে মরিয়া হবেন তিনি।

লঙ্কান দলে অবশ্য খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। তবে প্রাক্তন অধিনায়ক দাসুন শনাকা বিগত তিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচেই খাতার খোলার আগে সাজঘরে ফিরেছেন। তাঁর বদলে অভিজ্ঞ দীনেশ চণ্ডীমল বা আভিষ্কা ফার্নান্ডোকে একাদশে সুযোগ দেওয়া হতে পারে। ভারতের ক্ষেত্রে এটা আবার দলের তথাকথিত রিজার্ভদের পরখ করে নেওয়ার এক সুযোগ বটে।

চার দিনের মধ্যে এই নিয়ে দুই দল তৃতীয় ম্যাচ খেলতে নামবে। তাই দলের ফাস্ট বোলারদের মধ্যে কাউকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হলেও হতে পারে। সেক্ষেত্রে খলিল আমেদ বাইরে বসে রয়েছেন। তাঁকে একাদশে আবার সুযোগ দেওয়া হতে পারে। আবার ওয়াশিংটন সুন্দরকেও খেলিয়ে দেখে নেওয়া যেতে পারে। শুভমন গিলের ফিটনেস নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেই নেক স্প্যাজ়মে ভুগছিলেন তিনি। সেই চোটের কারণেই দলের সহ-অধিনায়কের আজকের ম্যাচ খেলা নিয়ে সংশয় রয়েছে। সেক্ষেত্রে টপ অর্ডারে স্যামসনের শিকে ছিঁড়তে পারে। এবার দেখার টিম ইন্ডিয়া দলে আদৌ কোন বদল ঘটায় কি না।

(Feed Source: abplive.com)