অভিষেককে ডিভোর্স চর্চা আরও জোরদার করল ঐশ্বর্য! নিউ ইয়র্কে এ কী করলেন বচ্চন বউমা

অভিষেককে ডিভোর্স চর্চা আরও জোরদার করল ঐশ্বর্য! নিউ ইয়র্কে এ কী করলেন বচ্চন বউমা

বচ্চন পরিবারকে নিয়ে চর্চা থামার নামই নিচ্ছে না! মঙ্গলবারই সংসদের অধিবেশন থেকে জয়া বচ্চনের ক্ষুব্ধ ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়া বচ্চনকে ‘জয়া অমিতাভ বচ্চন’ বলে সম্বোধন করায় তিনি মেজাজ হারিয়ে ফেলেন। এদিকে এসবের মাঝে বহুরানিকে নিয়ে এল নতুন আপডেট। ঐশ্বর্য তো দেশেই নেই!

জানা যাচ্ছে, ঐশ্বর্য রাই বর্তমানে নিউ ইয়র্কে। বর-মেয়ে অভিষেক ও আরাধ্যা বচ্চনকে ছেড়ে একাই সেখানে দেখা গেল তাঁকে। অভিষেকের কাছ থেকে ডিভোর্স নিয়ে আসা প্রতিক্রিয়ার পর এই প্রথম জনসম্মুখে দেখা গেল প্রাক্তন বিশ্ব সুন্দরীকে।

ইনস্টাগ্রামে, ঐশ্বর্য রাইয়ের এক অনুরাগী Jerée Reyna অভিনেত্রীর সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন। তিনি যে রেস্তোরাঁতে কাজ করেন, সেখানেই এসেছিলেন অভিনেত্রী। ঐশ্বর্যর গায়ে ছিল লাল-কালো আউটফিট। শত বিতর্ক, চর্চার মাঝেও নিজের অনুরাগীর অনুরোধ ফেললেন না তিনি। হাসিমুখে সেলফি তুললেন তাঁরা।

এই ফোটো শেয়ার করে Jerée Reyna লেখেন, ‘জীবনে দুবার নিজের আইডেলর সঙ্গে দেখা হওয়া আলাদা করে উল্লেখের দরকার রাখে। আমার সঙ্গে এত ভালো ব্যবহার করার জন্য অনেক ধন্যবাদ। আমি যখন আপনাকে আমার জীবনে আপনার প্রভাব সম্পর্কে বললাম, কত গুরুত্ব দিয়ে আপনি শুনলেন! অনেকদিনের ইচ্ছে ছিল ধন্যবাদ জানাব। এই দুনিয়ার সকল খুশি আর আনন্দ আপনি পান, এই প্রার্থনা করি।’

এই পোস্টে এক নেটিজেন মন্তব্য করেন, ‘কী উপলক্ষ্য?’ তাতে Jerée Reyna লিখলেন, ‘উনি ছুটি কাটাচ্ছেন, আমর কাজের জায়গায় এসে পড়েন।’

আম্বানিদের বিয়ের পরেই মুম্বই ছাড়তে দেখা গিয়েছিল ঐশ্বর্য রাইকে। তবে সেইসময় সঙ্গে ছিল মেয়ে আরাধ্যা। বউ বিদেশে থাকলেও, অভিষেক বর্তমানে মুম্বইতে। তবে কি, ভাঙনের জল্পনা সত্যি করে আলাদা আলাদাই ছুটি কাটাচ্ছেন অভিষেক-ঐশ্বর্য?

অনেকদিন ধরেই খবর, অভিষেক-ঐশ্বর্য আলাদা থাকছেন। এরপর আম্বানিদের পরিবারে যখন গোটা বচ্চন পরিবার একসঙ্গে আসে, তখন আরাধ্যা আর ঐশ্বর্য আসেন আলাদা। এরপর বচ্চনদের সঙ্গে দূরত্ব বজায় রেখেই থাকেন দুজনে। যদিও বিয়ের অনুষ্ঠানে কিছু সময়ের জন্য অভিষেক এসে মেয়ে-বউকে সঙ্গ দিয়েছিলেন। এরই মাঝে ডিভোর্স নিয়ে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় লাইক করে, আলাদা হওয়ার জল্পনাকে উসকে দেন অমিতাভ-পুত্র।

(Feed Source: hindustantimes.com)