যত সভ্যতার উন্নতি হচ্ছে ততই দুরারোগ্য রোগের পাদুর্ভাব বাড়ছে মানুষের শরীরে। তেমনি একটি দুরারোগ্য রোগ হলো ক্যানসার। ব্রেস্ট ক্যানসার, ওভারিয়ান ক্যানসারের থেকেও যেটি সবথেকে সাধারণ ক্যানসার, সেটি হলো ফুসফুসের ক্যানসার। মূলত পুরুষদের শরীরেই এই ক্যানসার বেশি দেখা যায়। ফুসফুসের ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই প্রতিবছর পালন করা হয় বিশ্ব ফুসফুস ক্যানসার দিবস।
কবে পালন করা হয় বিশ্ব ফুসফুস ক্যানসার দিবস?
প্রতিবছর ১ আগস্ট বিশ্ব ফুসফুস ক্যানসার দিবস পালন করা হয়। চলতি বছর এই দিনটি বৃহস্পতিবার পালন করা হবে।
ফুসফুসের ক্যানসারের লক্ষণ?
এই রোগের খুব সাধারণ লক্ষণ গুলির মধ্যে রয়েছে বুকে ব্যথা, কাশির সাথে রক্ত, শ্বাসকষ্ট, অতিরিক্ত ওজন কমে যাওয়া। ফুসফুসের ক্যানসারের প্রধান কারণ হলো অতিরিক্ত পরিমাণে তামাক সেবন। তবে যারা তামাক সেবন করেন না কিন্তু ধূমপানকারীদের কাছাকাছি থাকেন, তাদের মধ্যেও এই ক্যানসার হওয়ার প্রবণতা অনেক অংশ থেকে যায়।
কেন পালন করা হয় বিশ্ব ফুসফুস ক্যানসার দিবস?
ফুসফুসের ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং এর বিরুদ্ধে লড়াই করার উপায় গুলি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই প্রতিবছর পালন করা হয় বিশ্ব ফুসফুস ক্যানসার দিবস।
বিশ্ব ফুসফুস ক্যানসার দিবসের ইতিহাস
২০১২ সালে ফোরাম অফ ইন্টারন্যাশনাল রেস্টপিরেটরি সোসাইটি এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্যা স্টাডি অফ লাং ক্যানসার সিদ্ধান্ত নিয়েছিল, প্রতিবছর ১ আগস্ট মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য ফুসফুস ক্যানসার দিবস পালন করা হবে। তারপর থেকে প্রতিবছর এই দিনটি পালন করা হয় সারা বিশ্ব জুড়ে।
বিশ্ব ফুসফুস ক্যানসার দিবস ২০২৪-এর থিম
চলতি বছর বিশ্ব ফুসফুস ক্যানসার দিবসের থিম হলো ‘Close the care gap: Everyone deserves access to cancer care।’
বিশ্ব ফুসফুস ক্যানসার দিবসে তাৎপর্য
ফুসফুসের ক্যানসারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, নন স্মোক সেল লাং ক্যানসার এবং ছোট কোষ ফুসফুসের ক্যানসার। প্রতিবছর বিশ্ব ফুসফুস ক্যানসার দিবস উপলক্ষে ফুসফুসের ক্যানসারের সম্ভাব্য ঝুঁকি, প্রাথমিক শনাক্তকরণের তাৎপর্য সম্পর্কে মানুষকে সচেতন করানো হয়। ক্যানসারের চিকিৎসা সবার জন্য সহজলভ্য এবং সাশ্রয়ী করার উপায়গুলিও আলোচনা করা হয় এই দিন। এইভাবেই প্রতি বছর পালন করা হয় ‘বিশ্ব ফুসফুস ক্যানসার দিবস’।
(Feed Source: hindustantimes.com)