বিশ্ব ফুসফুস ক্যানসার দিবসের ইতিহাস কী? কেনই বা পালন করা হয় এই দিনটি
যত সভ্যতার উন্নতি হচ্ছে ততই দুরারোগ্য রোগের পাদুর্ভাব বাড়ছে মানুষের শরীরে। তেমনি একটি দুরারোগ্য রোগ হলো ক্যানসার। ব্রেস্ট ক্যানসার, ওভারিয়ান ক্যানসারের থেকেও যেটি সবথেকে সাধারণ ক্যানসার, সেটি হলো ফুসফুসের ক্যানসার। মূলত পুরুষদের শরীরেই এই ক্যানসার বেশি দেখা যায়। ফুসফুসের ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই প্রতিবছর পালন করা হয় বিশ্ব ফুসফুস ক্যানসার দিবস। কবে পালন করা হয় বিশ্ব ফুসফুস ক্যানসার দিবস? প্রতিবছর ১ আগস্ট বিশ্ব ফুসফুস ক্যানসার দিবস পালন করা হয়। চলতি বছর এই দিনটি বৃহস্পতিবার পালন করা হবে। ফুসফুসের…