সঙ্গীতপ্রেমীদের জন্য সুখবর! কলকাতায় প্রথমবার শো করবেন ব্রায়ান অ্যাডামস, কবে?

সঙ্গীতপ্রেমীদের জন্য সুখবর! কলকাতায় প্রথমবার শো করবেন ব্রায়ান অ্যাডামস, কবে?

কলকাতা: তিলোত্তমার সকল সঙ্গীতপ্রেমীদের জন্য দুর্দান্ত খবর। কলকাতায় পা রাখতে চলেছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী ব্রায়ান অ্যাডামস (Bryan Adams)! ডিসেম্বরের শহরে সঙ্গীতপ্রেমীরা ভাসবেন ‘সামার অফ ৬৯’-এর (Summer of ’69) সুরে। কবে কোথায় পারফর্ম করবেন ব্রায়ান? (Bryan Adams India Tour)

এই প্রথম বাংলার বুকে মঞ্চ মাতাবেন ব্রায়ান অ্যাডামস

‘Those were the best days of my life’… নিঃসন্দেহে আগামী ৮ ডিসেম্বরের পর এমনই কিছু বলতে চলেছেন শহরবাসী। কারণ? ওই দিনই কলকাতায় অনুষ্ঠান করবেন পৃথিবী খ্যাত সঙ্গীত শিল্পী ব্রায়ান অ্যাডামস। কলকাতাবাসীর মন জয় করতে ৮ ডিসেম্বর কলকাতার হাত ধরেই এবারের ভারত সফর শুরু করবেন তারকা শিল্পী। এই দেশে এর আগে পাঁচবার সঙ্গীত সফর সেরেছেন ব্রায়ান।

জুলাই মাসের ২৬ তারিখ ব্রায়ান অ্যাডামসের অফিসিয়াল হ্যান্ডল থেকে পোস্ট করা হয় তাঁর ভারত সফরের কথা। যদিও সেখানে ছিল না কলকাতার নাম। ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল তাঁর ইন্ডিয়া ট্যুর ‘সো হ্যাপি ইট হার্টস’ (So Happy It Hurts)। এটি ব্রায়ানেরই একটি জনপ্রিয় গানের নাম। তাঁর ভারত সফরের পোস্টে অনুরাগীরা প্রশ্ন তোলেন, ‘কলকাতা কেন বাদ’? কলকাতাবাসী কিংবদন্তি তারকার অনুষ্ঠান থেকে বাদ পড়বেন কেন? প্রশ্নের জবাবে আয়োজকরা আজ দিলেন সুখবর। ১০ নয়, ৮ তারিখ থেকে শুরু হবে সফর, তাও কলকাতা থেকেই। শহরের ‘অ্যাকোয়াটিকা’য় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই গ্র্যান্ড শোয়ের আয়োজক তিনটি সংস্থা। ‘ওয়াটস ইন দ্য নেম লাইভ’, ‘রিদম বক্স’ ও ‘ই ৩৬৫’-এর ‘দ্য ফেস্টিভ্যাল’ একত্রিত হয়ে এই শোয়ের আয়োজন করেছে। এবিপি লাইভের সঙ্গে এই অনুষ্ঠানের তথ্য ভাগ করে নেন ‘E365’-এর প্রতিষ্ঠাতা কিঞ্জল ভট্টাচার্য। এবিপি লাইভকে কিঞ্জল জানান, এই শোয়ের টিকিটের দাম শুরু হবে ১৯৬৯ টাকা থেকে। এরপর ৩৯৬৯ টাকা, ৫৯৬৯ মূল্যের নানা ধরনের টিকিট। দামের শেষে ‘৬৯’ আদতে ব্রায়ান অ্যাডামসের জনপ্রিয় গান ‘সামার অফ ‘৬৯’-কে শ্রদ্ধার্ঘ। ভিআইপি টিকিটের দাম পৌঁছতে পারে ২০ হাজার টাকা পর্যন্ত। আগামীকাল, অর্থাৎ বুধবার দুপুর ১২টা থেকে জোম্যাটো লাইভে শোয়ের টিকিট পাওয়া যাবে। কিঞ্জল বলছেন, ‘এত বড় ইভেন্ট কলকাতায় আগে হয়নি। অন্যান্য যে সমস্ত জায়গায় শো হবে এই ট্যুরে, সর্বত্রই এই ধরনের আন্তর্জাতিক মানের শো এর আগেও হয়েছে। সেখানে পরিকাঠামো রয়েছে। কিন্তু কলকাতা তৈরি ছিল না। এখানে সেই মানের পরিকাঠামো ছিল না। আমরা সকলে মিলে প্রবল চেষ্টা করেছি, অবশেষে সফল হয়েছি। এই স্থানে আসতে, ট্যুরের তালিকায় কলকাতার নাম তুলতে তাই খানিকটা সময় লেগে গেল।’ তিনি আরও বলেন, ‘আমরা ১৮ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এর আগে প্রচুর আন্তর্জাতিক শিল্পী এনেছি দেশের অন্যান্য প্রান্তে। কলকাতায় এই ধরনের শো যে করতে পারছি তা এই শহরের জন্য অত্যন্ত গর্বের। আমরা যে ৩ সংস্থা একত্রিত হয়েছি, প্রত্যেকেই ভিন্ন ধরনের মিউজিক প্রচারের চেষ্টা করি। এই অনুষ্ঠানের জন্য আমরা একসঙ্গে এসেছি। কলকাতার জন্য রিস্ক নিয়েছি।’ গত ১৮ বছরে এই সংস্থার ৩ লক্ষ দর্শক নিয়ে শো করার অভিজ্ঞতাও আছে। কিঞ্জল জানাচ্ছেন যে কোনও আন্তর্জাতিক মানের শিল্পীর জন্য, তাঁর অনুষ্ঠান ও দর্শকের জন্য, যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সবটাই মেনে চলা হবে। এর আগে ২০১২ সালে ‘পোয়েটস অফ দ্য ফল’কে কলকাতায় এনেছিলেন কিঞ্জল ও তাঁর সংস্থা। ব্যবস্থাপনার দিক থেকে প্রশংসা পেয়েছিলেন প্রবল। একই রকমের অভিজ্ঞতা প্রত্যাশা করছেন এবারেও। এই শো নিয়ে যতটা উচ্ছ্বসিত, ততটাই এর সাফল্য নিয়ে আশাবাদী কিঞ্জল।

১৯৫৯ সালের ৫ নভেম্বর জন্মগ্রহণ করেন ব্রায়ান অ্যাডামস। চলতি বছরে ৬৫ পূর্ণ করবেন তিনি। মাত্র ২০ বছর বয়সে তাঁর প্রথম অ্যালবাম মুক্তি পায়। ব্রায়ান অ্যাডামসের অগুন্তি হিট গানের অন্যতম ‘সামার অফ ৬৯’, ‘এভরিথিং আই ডু, আই ডু ইট ফর ইউ’, ‘স্ট্রেট ফ্রম দ্য হার্ট’, ‘লেট মি টেক ইউ ডান্সিং’ ইত্যাদি।

(Feed Source: abplive.com)