আপনি কি উচ্চ মাধ্যমিক পাশ? মাত্র ৩ মাসের প্রশিক্ষণ শেষে চাকরির সুযোগ, জানুন

আপনি কি উচ্চ মাধ্যমিক পাশ? মাত্র ৩ মাসের প্রশিক্ষণ শেষে চাকরির সুযোগ, জানুন

হাওড়া: মাত্র ৩ মাসের প্রশিক্ষণ শেষে চাকরি! এই বাজারে শুনতে অবাক মনে হলেও এমনই অবিশ্বাস্যকর সুযোগ মিলছে হাওড়ায়। এই সুযোগ কাজে লাগিয়ে জেলা-সহ পার্শ্ববর্তী জেলার যুবক-যুবতি স্বনির্ভর হচ্ছে। প্রশিক্ষণের মেয়াদ কম হলেও, প্রশিক্ষণ শেষে বেতন নেহাতই কম নয়। বিশেষ করে এই প্রশিক্ষণ নিয়ে, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিশ্চিত হতে পারে। সেই দিক গুরুত্ব রেখেই বেসরকারি কোম্পানির বিশেষ উদ্যোগ।

বিভিন্ন প্রশিক্ষণের সঙ্গে দীর্ঘ ১ দশকেরও বেশি সময় ধরে জনপ্রিয় আধুনিক প্রযুক্তির অটোমোবাইল কোর্স। ছেলেমেয়েদের আগ্রহের দিক থেকে এই কোর্স দারুন ভাবে সাড়া ফেলেছে জেলা-সহ পার্শ্ববর্তী জেলাতেও। বর্তমান সময়ে গোটা দেশজুড়ে কম বেশি চাকরির বাজারে মন্দা। সেই দিক থেকে ক্রমেই বেকারত্বের সমস্যা প্রকোপ হচ্ছে বিভিন্ন রাজ্যের সঙ্গে এ বাংলাতেও। এই সমস্যা যেন বর্তমানে সব থেকে জ্বলন্ত বলেই মনে করা হয়। তাই এমন জ্বলন্ত সমস্যা সমাধানে দেশ ও রাজ্য জুড়ে সরকারি বেসরকারি ভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই রকমই হাওড়া সাঁকরাইল অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশনের এসইডিআই’র (SEDI) অটোমোবাইল প্রশিক্ষণ।

এ প্রসঙ্গে প্রশিক্ষক প্রদীপ কুমার ঘোষ জানান, এই প্রশিক্ষণ মূলত সাধারণ ঘরের ছেলেমেয়েদের জন্য দারুন সুযোগ। যেখানে অল্প দিনে প্রশিক্ষণ নিয়ে সহজেই ২০-৩০ হাজার টাকা ইনকাম করার সুযোগ। পাশাপাশি আরও বেশি উপার্জন করতে চাইলে ছেলে মেয়েরা নিজস্ব ব্যবসা করতে পারে। সামান্য খরচ এবং অল্প সময়ে এই প্রশিক্ষণ শেষে ছেলে বা মেয়েরা পাচ্ছে ভাল চাকরির সুযোগ।

রাকেশ মাইতি

(Feed Source: news18.com)