নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) বিতর্কের নাম বিনেশ ফোগত (Vinesh Phogat)। কুস্তির ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠেও তাঁকে অলিম্পিক্স থেকেই বাতিল করে দেওয়া হয়েছিল মাত্র 0.১০০ কেজি ওজন বেশি হওয়ার জন্য। কিন্তু সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদেন করেছিলেন বিনেশ ক্রীড়া আদালতে। যার রায় ঘোষণা হওয়ার কথা ছিল রবিবার। এবার বিনেশের সমর্থনে গলা ফাটালেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। দেশের ফেরার পর এক সাক্ষাৎকারে বিনেশ বলছেন, ”যদি বিনেশ রুপো জিততে পারে, তবে তা সত্যিই খুব ভাল খবর হবে দেশের ক্রীড়াক্ষেত্রের জন্য়। এমন বিতর্ক না তৈরি হলে এমনিতেই বিনেশ পদক জিতত। পদক জেতার পরে মানুষ আমাদের মনে রাখে কিছুদিনের জন্য়। কিন্তু পদক না জিতলে শুধু এটুকুই আলোচনা হয় যে আমরা লড়াই করেছিলাম প্যারিস। কিন্তু আমি দেশবাসীর কাছে অনুরোধ করব শুধু পদক দিয়ে বিনেশকে বিচার না করতে। দেশের কুস্তির জন্য ওঁ যা করেছে, তা কখনওই ভোলার নয়।”
উল্লেখ্য, ক্রীড়া আদালতে যুগ্মভাবে রুপো জয়ের আবেদন করেছেন বিনেশ। রবিবার ১১ আগস্ট এই মামলার রায়দান হবে। রাত ৯.৩০ টায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিনেশের হয়ে লড়ছেন ভারতের বিশিষ্ট আইনজীবী হরিষ সাভলে। এই বিষয়ে বিনেশের জেঠু দ্রোণাচার্য মহাবীর ফোগত জানিয়েছেন, ”আমরা গত তিনদিন ধরে এই শুনানির দিকে তাকিয়ে আছি। প্রতিদিন পিছিয়ে যাচ্ছে রায়দান। আশা করি শেষ পর্যন্ত বিনেশের ভাগ্য সহায় হবে।”
এদিকে, প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিনে রুপো জয়ের পরই নীরজকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রশ্ন করেন, ‘নীরজ আপনার চোটের জন্য কী করা উচিত বলুন ভাই?’ নীরজ বলেন, ‘দলের সঙ্গে আলোচনা করে সেই সিদ্ধান্ত নেব স্যর। তবে প্রতিযোগিতা খুব প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল। চোট নিয়েও থ্রো করে দেশের জন্য পদক আনতে পেরে আমি খুশি।’
চোট নিয়েও যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন নীরজ, মুগ্ধ প্রধানমন্ত্রী মোদি। বলেন, ‘না, না আপনি দারুণ করেছেন। আগের বারও সোনা জিতেছিলেন অলিম্পিক্সে। আমার মনে আছে, টোকিও অলিম্পিক্সেও আপনার প্রতিপক্ষের খেলার প্রশংসা করেছিলেন। আপনি বলেছিলেন কড়া টক্কর হয়। চোট নিয়েও যেভাবে খেলেছেন, তা বেশ আশ্চর্যজনক।’
(Feed Source: abplive.com)