‘মা দুর্গা তুমি এসো না..’, আরজি করে ধর্ষণ-খুনের প্রতিবাদে এবার সরব নচিকেতা

‘মা দুর্গা তুমি এসো না..’, আরজি করে ধর্ষণ-খুনের প্রতিবাদে এবার সরব নচিকেতা

কলকাতা: তিনি যেমন সুর নিয়ে, শব্দ নিয়ে, খেলা করেন, তেমনই তাঁর আরও এক সত্ত্বা রয়েছে। প্রতিবাদী সত্ত্বা। আর সেই সত্ত্বা থেকেই, আরজি কর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে কলম ধরলেন তিনি। নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। যেখানে পুজোর মণ্ডপ বাঁধা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় জায়গায়, সেখানে কলম ধরে নচিকেতা লিখছেন, ‘মা তুমি এসো না’।

সোশ্যাল মিডিয়ায় আজ একটি কবিতা পোস্ট করেছেন নচিকেতা। সাদা-কালোয় সেই কবিতা, ‘মা তুমি এসো না’। নচিকেতা যেন মা দুর্গাকে উদ্দেশ্য করে বলতে চাইছেন, ‘এই পৃথিবী আমাদেরই বাসযোগ্য নেই.. তোমার হবে কি করে..’। নচিকেতার কবিতায় ফুটে উঠেছে আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার বিরোধিতা, নারীর সম্মান, স্বাধীনতা ও ধর্ষণের কথা। নচিকেতা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘আমার প্রতিবাদ’

প্রসঙ্গত, নচিকেতা নিজে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না। তাঁর একটি টিম তাঁর সমস্ত সোশ্যাল মিডিয়া প্রোফাইলের দেখাশোনা করে। সেই প্রোফাইল থেকেই পোস্ট করা হয়েছে এই ভিডিও। তবে এই কবিতার জন্য কলম ধরেছেন নচিকেতা নিজেই, আবৃত্তি করেছেন তিনি নিজে। তবে সোশ্যাল মিডিয়ায় এই পোস্টের মন্তব্য রেস্ট্রিক্সেড করে রেখেছেন নচিকেতা। অর্থাৎ যে কেউ মন্তব্য করতে পারবে না নচিকেতার এই পোস্টে।

প্রসঙ্গত, আজ রাতে ‘রাত-দখল’-এর ডাক দেওয়া হয়েছে। এই আন্দোলনের পুরোভাগে থাকবেন নারীরা। প্রথমে এই আন্দোলন করার কথা ছিল শুধুমাত্র কলকাতায়। তবে পরবর্তীতে এই ডাক জেলায় জেলায় ছড়িয়ে পড়ে। আজ অন্তত দেড়শোটি জায়গায় এই আন্দোলনে সামিল হওয়ার কথা নারী ও পুরুষদের। শান্তিপূর্ণ এই আন্দোলনে কোনওরকম দলীয় পতাকা আনা নিষিদ্ধ কার হয়েছে। প্রত্যেকেরই মতে এই মিছিল নাগরিক হিসেবে, সামাজিক সমস্যা দূর করতে। এই আন্দোলনের নাম, ‘মেয়েরা রাত দখল করো’।

(Feed Source: abplive.com)