আমদাবাদ: আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নাড়া দিয়েছে তাঁকেও। ক্রিকেট মাঠের তারকাও এবার নিজের যন্ত্রণা গোপন করতে পারলেন না।
যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ভারতীয় দলের তারকা পেসার আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের নৃশংস হত্যার ঘটনায় মর্মাহত। ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসে সোশ্যাল মিডিয়ায় জোরাল বার্তা দিলেন বুম বুম বুমরা।
সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন আমদাবাদের ডানহাতি পেসার। ইনস্টাগ্রাম স্টোরিতে বুমরা লিখলেন, ‘মহিলাদের পথ বদলাতে বলবেন না। দেশটাকেই বদলে ফেলুন। প্রত্যেক মহিলারই আরও ভাল কিছু প্রাপ্য।’
Jasprit Bumrah’s Instagram story . 🙏 pic.twitter.com/xMf6lObHQq
— ` (@FourOverthrows) August 15, 2024
আর জি কর মেডিক্যালে মহিলা চিকিৎসকের নৃশংস হত্যার ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ। এমনকী, দেশের বাইরেও চলছে বিভোক্ষ। প্রাক স্বাধীনতা দিবসের রাতে মহিলারা বেনজির বিক্ষোভ দেখিয়েছেন সর্বত্র। আর সেই বিক্ষোভের রাতেই RG কর মেডিক্যাল কলেজে পুলিশের সামনে প্রায় ৪০ মিনিট ধরে চলেছে কয়েকশো লাঠিধারীর তাণ্ডব। জাতীয় পতাকা নিয়ে ‘জাস্টিস চাই’ স্লোগান দিয়ে রড, কাচের বোতল, ইট হাতে দাপিয়ে বেড়াল দুষ্কৃতীরা। হাসপাতাল চত্বর থেকে শ্যামবাজার পর্যন্ত গোটা এলাকা ঘণ্টাতিনেক ধরে হয়ে উঠেছিল দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। ভাঙচুর চলল হাসপাতালের ইমার্জেন্সি, HDU, ENT বিভাগ, নার্সিং স্টাফদের ঘর, মেডিসিন স্টোর। তিনতলায় কব্জা সমেত উপড়ে ফেলা হল তদন্তকারী সংস্থার সিল করা দরজা। সিঁড়ি দিয়ে উঠে চারতলার সেমিনার হলেও ভাঙচুর চালানোর পরিকল্পনা ছিল হামলাকারীদের। আলো নিভিয়ে, চারতলার দরজা ভিতর থেকে বন্ধ করে রক্ষা করা হল সেমিনার হল। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল অক্সিজেনের পাইপ, ভেন্টিলেটর। ভাঙচুর চলেছে হাসপাতালের পুলিশ ফাঁড়ি, ব্যারাক, OC-র ঘর, CC ক্যামেরার সার্ভার রুমে। রেফ্রিজারেটর উল্টে মাটিতে পড়ে নষ্ট হল লক্ষ লক্ষ টাকার ওষুধ। পুলিশের গার্ডরেল দিয়েই হাসপাতালের কোলাপসিবল গেট ভাঙল হামলাকারীরা। ভাঙা হল আন্দোলনকারীদের মঞ্চ। ইটের ঘায়ে জখম হন ১৫ জন পুলিশ কর্মী।
আর তার মাঝেই জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা তারকার পোস্ট আর জি কর কাণ্ডে প্রতিবাদীদের মনোবল বাড়াবে বলেই মনে করা হচ্ছে।