আরজি করের বিচার চেয়ে নেমেছিলেন পথে, সেই আন্দোলনকারী চিকিৎসকদের লাগাতার তলব করে চলেছে পুলিশ
কলকাতা: আর জি কর ধর্ষণ-খুনের ঘটনার এক বছর বাদেও, পুরনো একাধিক মামলায় লাগাতার আন্দোলনকারী চিকিৎসকদের তলব করছে পুলিশ। এবার আর জি কর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক আসফাকুল্লা নাইয়া, দেবাশিস হালদারকে তলব করল হেয়ারস্ট্রিট থানার পুলিশ। তলব করা হয়েছে চিকিৎসক অর্ণব মুখোপাধ্যায়কেও। এইদিনেই আবার ধর্মতলায় তৃণমূলের ‘ভাষা আন্দোলনের’ মঞ্চ থেকে বিজেপি-সিপিএমকে নিশানা করল তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিরোধীরা। আর জি কর মেডিক্য়াল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের প্রতিবাদে রাজপথে নামতেই কি ‘চোখের বালি’ হয়ে যান আন্দোলনকারী চিকিৎসকেরা! নানা মহলে এ প্রশ্ন…










