এই জামায় কটি ছিদ্র আছে বলতে পারবেন? অধিকাংশই পারেননি উত্তর দিতে

এই জামায় কটি ছিদ্র আছে বলতে পারবেন? অধিকাংশই পারেননি উত্তর দিতে

নিজস্ব প্রতিবেদন: অপটিক্যাল ইলিউশনের ছবি এখন সোশাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। ইন্টারনেটে অপটিক্যাল ইলিউশন দেখে তা থেকে মানুষ সঠিক উত্তর খুঁজে বের করতে পছন্দ করেন। অনেকেই আছেন যারা  অবিলম্বে খুঁজে পেয়ে যান এই ধাঁধার উত্তর। আবার অনেকে আছেন যাঁরা দীর্ঘ সময় ধরে লড়াই করার পরেও সঠিক উত্তরটি আর কিছুতেই খুঁজে পান না।

আসলে অপটিক্যাল ইলিউশন শুধুই ছবির ধাঁধা নয়। আমরা কীভাবে একটি নির্দিষ্ট সমস্যাকে দেখি তার পাশাপাশি আমাদের ব্যক্তিত্বের একটি দিকও তুলে ধরে এইসব অপটিক্যাল ইলিউশন, যার সম্পর্কে আমরা হয়তো সচেতনই নই এমনটাই মত। যদিও উলটো মতও আছে যে এর মাধ্যমে মন ও মস্তিষ্ক  এই দুইয়েরই ক্ষমতা বুঝতে পারা যায়।

তবে ঠিক ভুলের তর্ক সরিয়ে এবার এমন একটি ছবি দেখি যা থেকে সঠিক  উত্তর বের করতে পারেন কি না। এই ছেঁড়া জামাতেই রয়েছে এক আজব ধাঁধা৷ ঠিক কতগুলি ছিদ্র রয়েছে এখানে তা বলতে পারেননি অধিকাংশজনই।  আপাত দৃষ্টিতে দেখে এটিতে খুব সাধারণ বলে মনে হলেও আদতে তা নয়৷

এই অপটিকাল ইলিউশনটি তৈরি করেছে bright side।  এই গোটা ছবিতে কটি ছিদ্র রয়েছে তার সঠিক উত্তর কি আপনি দিতে পারলেন? সমীক্ষায় মাত্র ১৭ শতাংশ ঠিক ঠাক উত্তর দিতে পেরেছেন বলে জানা গিয়েছে।

না পেরে থাকলে আপনার জন্য রইল উত্তর। প্রথম দর্শনে মনে হবে যে জামাটিতে দুটো ছিদ্র রয়েছে। কিন্তু মজার বিষয় হল আপনি যা দেখছেন সেটা সরাসরি৷ আর সেখানে ব্যাকগ্রাউন্ডের রঙ রয়েছে মানে এর বিপরীতেও আরও দুটি ছিদ্র রয়েছে একইভাবে৷ তাই এমন দেখাচ্ছে। অর্থাৎ দুটি নয় জামায় ছিদ্র রয়েছে ৪টি। কিন্তু এখানেও চমক। এই উত্তরও কিন্তু সঠিক নয়। আরও তিনটি ছিদ্র রয়েছে জামায়। অবাক হবেন না৷ গলা এবং দুই হাতাতেও তো ছিদ্র আছে। সেগুলিও তো কাউন্টের মধ্যেই হবে৷ তাহলে সঠিক উত্তর হল মোট ৭টি ছিদ্র রয়েছে ছবিতে।

(Source: zeenews.com)