দ্বিতীয় ওয়েব সিরিজেই অঞ্জন দত্তের সঙ্গে কাজের সুযোগ পাওয়া স্বপ্নের মতো: তৃণা

দ্বিতীয় ওয়েব সিরিজেই অঞ্জন দত্তের সঙ্গে কাজের সুযোগ পাওয়া স্বপ্নের মতো: তৃণা

কলকাতা: প্রথমবার অঞ্জন দত্তের (Anjan Dutt) সঙ্গে কাজ, নতুন শেখার সুযোগ, সেই উচ্ছাসের ছোঁয়া সোশ্যাল মিডিয়াতেও। শ্যুটিং শেষ করেই তড়িঘড়ি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)। মুখে উপছে পড়ছে হাসি আর পরিতৃপ্তি। ক্যাপশন বলছে, ‘বারংবার মনে করার মত একটা মুহূর্ত। একটা কাজ মনে রাখার মতো। হ্যাঁ অঞ্জনদা, তুমি প্রেরণা আর নিজেই একজন প্রতিষ্ঠান।’ অঞ্জন দত্তের নতুন ওয়েব সিরিজ ‘মার্ডার বাই দ্য হিলস’-এর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তৃণা।

তৃণার ঝলমলে ছবি দেখেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল এবিপি লাইভ (ABP Live)। কেমন লাগল অঞ্জন দত্তের সঙ্গে প্রথমবার কাজ করে? উচ্ছসিত তৃণার উত্তর, ‘দারুণ অভিজ্ঞতা। অঞ্জনদার সঙ্গে এটা আমার প্রথম কাজ। শ্যুটিং ফ্লোরে কিভাবে সবকিছু শান্তভাবে সামলানো যায় আবার ঠিক কাজটাও করে ফেলা যায় সেটা অঞ্জনদার থেকে সত্যিই শেখার। এটা তখনই সম্ভব যখন পরিচালকের খুব পরিষ্কার ধারণা থাকে কাজের বিষয়ে। অঞ্জনদার সেটা রয়েছে। কাজের সুযোগ পাওয়ার পরেই যখন জেনেছিলাম অঞ্জনদার সঙ্গে কাজ করব, ভীষণ উৎসাহী ছিলাম। এখনও পর্যন্ত খুব বেশি ওয়েব সিরিজে কাজ করিনি আমি। ওয়েব সিরিজ হিসেবে এটা আমার দ্বিতীয় কাজ। আর এত অল্প সময়েই যদি অঞ্জনদার সঙ্গে কাজ করার সুযোগ পাই, তাহলে সেটা তো স্বপ্নের মতোই।’

প্রথমবার যখন কাজের সুযোগ পেতেন, সেই দিনটা মনে আছে? তৃণা বলছেন, ‘প্রযোজনা সংস্থার তরফ থেকেই আমায় বলা হয়েছিল অঞ্জনদার সঙ্গে যোগাযোগ করতে। আমি ফোন করেছিলাম। সঙ্গে সঙ্গে উনি ফোনটা তুললেন। তারপরে উনি চিত্রনাট্য পড়ার জন্য আমায় ডাকলেন। আমার এখনও মনে আছে, প্রথমদিন উনি আমায় বলেছিলেন, ‘আমি তো ধারাবাহিক নিয়মিত দেখি না। তাই আমি জানি না যে তুমি কেমন অভিনয় করো। তবে আমার মনে হয়, তোমায় চিত্রনাট্যের সঙ্গে দারুণ মানাবে।’ তারপর উনি এত ভালো করে চিত্রনাট্য পড়ে বুঝিয়েছিলেন, যে আমার অর্ধেকের বেশি সাহায্য ওখানেই হয়ে গিয়েছিল।’

(Source: abplive.com)