‘এই সময়’ ঘুম থেকে ওঠেন শাহরুখ! ‘এত’ বার খান দিনভর! জানুন কিং খানের রহস্য-রুটিন!

‘এই সময়’ ঘুম থেকে ওঠেন শাহরুখ! ‘এত’ বার খান দিনভর! জানুন কিং খানের রহস্য-রুটিন!

মুম্বই: ৫৮ বছর বয়স। দেখে কে বলবে! ছোটাছুটি কমেনি এতটুকু। রাত জেগে কাজ করেন। ফিটনেসেও অনায়াসে টেক্কা দেন তরুণ প্রজন্মকে। আজও তিনি একইরকম সুদর্শন, একইরকম এনার্জি। কীভাবে নিজেকে ধরে রেখেছেন শাহরুখ খান? অবশেষে নিজেই জানালেন সে কথা। ‘দ্য গার্ডিয়ান’-কে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ ভাগ করে নিলেন নিজের ডেইলি রুটিন।

দ্য গার্ডিয়ান-কে শাহরুখ জানিয়েছেন, তিনি ভোর ৫টায় ঘুমোতে যান। ঘুম থেকে ওঠেন সকাল ৯টায়। প্রতিদিন রাতে আধঘণ্টা ওয়ার্কআউট করেন। সারাদিনে একবার খান। শাহরুখের কথায়, “ভোর ৫টায় ঘুমোতে যাই। যখন মার্ক ওয়াহলবার্গ ঘুম থেকে ওঠেন, আমি তখন শুই। সকাল ৯টা থেকে ১০টার মধ্যে উঠি, যদি শ্যুটিং থাকে। তারপর সব কাজ সেরে রাত ২টো নাগাদ বাড়ি ফিরি। স্নান সেরে ওয়ার্কআউট করি। সব হয়ে গেলে ঘুমোতে যাই।’’

এটাই
শাহরুখের ডেইলি রুটিন। নিয়মের বাঁধনে নিজেকে বেঁধে রেখেছেন তিনি। সাফল্য লুকিয়ে রয়েছে এই রুটিনেই। সাবলীলভাবে অ্যাকশন দৃশ্যে নিজেকে মেলে ধরার রহস্যও এটাই। ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এই বোঝা গিয়েছে এই রহস্য। খুব শীঘ্রই ‘কিং’ ছবিতে দেখা যাবে শাহরুখকে। এতে মেয়ে সুহানাও রয়েছেন। আর রয়েছে ‘মুঞ্জা’ খ্যাত অভয় ভার্মা। লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালেও ‘কিং’ নিয়ে মুখ খুলেছিলেন শাহরুখ।

অভিনেতার কথায়, “এটা হিন্দি ছবি, মূলত অ্যাকশন ড্রামা। অনেকদিন ধরেই এরকম একটা ছবি করার কথা ভাবছিলাম। প্রায় সাত থেকে আট বছর অপেক্ষা করেছি। আমাদের মনে হয়েছে, সুজয় এই ছবিকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারবেন। কারণ এতে আবেগ রয়েছে। আমরা সবাই মিলে একটা দুর্দান্ত অ্যাকশনে পরিপূর্ণ এবং আবেগে ভরপুর ছবি উপহার দেব দর্শকদের।’’

হলিউডের ছবিতে অভিনয় করেন না শাহরুখ। ব্যক্তিগত খ্যাতি পাওয়ার কোনও ইচ্ছা তাঁর নেই। তবে বিশ্বমঞ্চে এর চেয়ে বড় স্বপ্ন রয়েছে তাঁর। এমনটাই জানিয়েছেন কিং খান। তাঁর কথায়, “হলিউডের কোনও বড় ছবি বিশাল সংখ্যক মানুষ দেখেন। আমি সেই ধরণের একটা ভারতীয় সিনেমা দর্শকদের উপহার দিতে চাই। তাতে আমি একজন অভিনেতা, একজন সাধারণ মানুষ, একজন প্রযোজক, একজন লেখক বা উপস্থাপক হিসাবে থাকব।’’

(Feed Source: news18.com)