দেশের নতুন ‘অরিজিৎ সিং’ এখন বাংলার ছেলে শুভ! শো থেকে ফিরতেই শোরগোল জটেশ্বরে

দেশের নতুন ‘অরিজিৎ সিং’ এখন বাংলার ছেলে শুভ! শো থেকে ফিরতেই শোরগোল জটেশ্বরে

আলিপুরদুয়ার: বিখ্যাত গায়ক অরিজিৎ সিং তার আইডল। তাঁর মতো করে গান করার চেষ্টা সবসময় করেন জটেশ্বরের ছেলে শুভ সূত্রধর। তার গান শুনলে অবাক হয়ে যান সকলে।

সব ধরনের গান করতে পারে শুভ। এই কিশোরের গান শুনে এলাকাবাসীরা বলেন যেন অরিজিৎ সিং গান গাইছেন। ইতিমধ্যে দেশের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো-তে শুভর গান শুনে কয়েক মিনিটের জন্য থমকে গিয়েছিলেন সকলে। গিটার হাতে অরিজিৎ সিং-এর গান গেয়ে তিনি মন জয় করেছেন সকলের।

বর্তমানে পড়াশোনার জন্য শিলিগুড়িতে থাকলেও তার বাড়ি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে। হাসপাতাল পাড়ায় তার বাবার বাড়ি রয়েছে। রিয়েলিটি শেষ হতে তিনি ফিরেছেন জটেশ্বরের বাড়িতে। মুম্বই থেকে ফিরে এই প্রথম নিজের গ্রামের বাড়িতে এসে আনন্দে আত্মহারা শুভ।

তিনি জানান, “রিয়েলিটি শো থেকে শিখেছি অনেক কিছু। যারা গ্ৰুমার ছিলেন তারা গান নতুন করে শিখিয়েছেন। আমার আরও শেখা বাকি আছে।” টেলিভিশনের পর্দায় অনেকেই তার সঙ্গীতের জাদুতে মুগ্ধ হয়েছে। শুভকে এক ঝলক দেখতে এবং অভিনন্দন জানাতে হাসপাতাল পাড়ার বাড়িতে আসছেন এলাকার বাসিন্দারা। শুভ বড় সঙ্গীত শিল্পী হক চাইছেন তার বাবা-মা।

Annanya Dey

(Feed Source: news18.com)