মুম্বই: মাস দেড়েক আগেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে। ১১ বছরের খরা কাটিয়ে আইসিসি ট্রফি জিতেছে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ১৭ বছর পর দেশে এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। একাধিকবার তীরে এসেও তরী ডোবার পর অবশেষে সাফল্য এসেছে। তবে এই সাফল্যে থেমে থাকতে নারাজ অধিনায়ক রোহিত। ভারতীয় ক্রিকেট সমর্থকদের উদ্দেশ্যে রোহিত যা বললেন, তা শুনে সকলে বেশ উচ্ছ্বসিতই হবেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জয় তো বটেই, রোহিত শর্মার মতান্তরে বিশ্বের সবথেকে প্রতিযোগিতামূলক ফ্র্যাঞ্চাইজ টি-টোয়েন্টি লিগ আইপিএলও জিতেছেন। অধিনায়ক হিসাবে এক দুই নয়, পাঁচ পাঁচবার আইপিএলের ট্রফি হাতে এসেছে রোহিতের। তিনিই মেগা টুর্নামেন্টের (যুগ্মভাবে) সফলতম অধিনায়ক। সেই কথাই মনে করিয়ে দিয়ে রোহিত স্পষ্ট জানিয়ে দেন, তিনি বিশ্বজয়ের পর থেমে থাকতে নারাজ। মুম্বইয়ের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিতকে বলতে শোনা যায়, ‘এমনি এমনি তো আর পাঁচবার আইপিএল জিতিনি। এর পিছনে কারণ আছে। আমি থামাব না। কারণ একবার ট্রফি জয়, কাপ জয়ের স্বাদ পেয়ে গেলে কেউই থামতে চায় না। আমরা দল হিসাবে নিজেদের আরও উন্নত করার জন্য সচেষ্ট। ভবিষ্যতেও আরও বড় বড় ট্রফি জয়ের লক্ষ্যে আমরা এগিয়ে যাব।’
তবে রোহিতেদের বিশ্বজয়ের পর হাতে বেশিদিন সময় নেই। পরের বছরেই ফের একবার আইসিসির ট্রফি হাতছানি রয়েছে ভারতীয় দলের সামনে। ২০২৫ সালেই চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসতে চলেছে। সেখানেই ফের একবার আইসিসি ট্রফি জয়ের হাতছানি রয়েছে। এছাড়াও ২০২৫ সালেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজিত হবে। ভারতীয় দল বর্তমানে তালিকার শীর্ষে রয়েছে। তাই সেই ফাইনালেও যাওয়ার সুযোগও রয়েছে ভারতের সামনে।
তবে বিশ্বজয়ের পরে রোহিত বাহিনীর শুরুটা কিন্তু খুব একটা ভাল হয়নি। শ্রীলঙ্কা সফরে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেখানে রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় দল ওয়ান ডে সিরিজ়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে পরাজিত হয়। ২৭ বছর পর দ্বিপাক্ষিক সিরিজ়ে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে পরাজিত হয় ভারত। সেই হতাশা কাটিয়ে টিম ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে জয়ের সরণিতে ফিরতে পারে কি না এখন সেটাই দেখার বিষয়।
(Feed Source: abplive.com)