পাকিস্তানে নারকীয় হত্যাকাণ্ড, গাড়ি থেকে নামিয়ে ২৩ জন খুন করল বন্দুকবাজের দল

পাকিস্তানে নারকীয় হত্যাকাণ্ড, গাড়ি থেকে নামিয়ে ২৩ জন খুন করল বন্দুকবাজের দল

কোয়েট্টা: নারকীয় একটি হত্যাকাণ্ডের সাক্ষী হলেন পাকিস্তানের বাসিন্দারা। বাস, গাড়ি ও লরি থেকে নামিয়ে পরিচয়পত্র খতিয়ে দেখে বেছে বেছে ২৩ জনকে গুলি করে হত্যা করল অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজের দল (gunmen)। পাশবিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে (southwestern Pakistan)। ২৩ জনকে হত্যা করার পর গাড়িগুলিকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার পর ঘটনাস্থল থকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

সোমবার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের তরফে সিনিয়র পুলিশ আধিকারিক আয়ুব আচাকজাই জানান, রবিবার সারারাত ধরে নারকীয় এই ঘটনাটি ঘটেছে বালুচিস্তান প্রদেশের মুশাখাইল জেলায়। নারকীয় হত্যাকাণ্ড ঘটানোর পর হামলাকারীরা কমপক্ষে ১০টি গাড়ি পুড়িয়ে এলাকা থেকে পালিয়ে যায়।

অন্য একটি ঘটনায় সোমবার ভোরে অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজরা চারজন পুলিশ আধিকারিক ও পাঁচজন পথচারী সহ কমপক্ষে ৯ জনকে গুলি করে হত্যা করেছে। নারকীয় এই ঘটনাটি ঘটেছে বালুচিস্তানের কোয়ালাত জেলায়। এর পাশাপাশি বালুচিস্তান প্রদেশের অন্য এলাকাতেও গুলি করে বালোচ নন এই ধরনের মানুষকে হত্যা করার ঘটনা ঘটেছে।

বালোচিস্তান প্রদেশের বোলান জেলাতে জঙ্গিরা একটি রেললাইনও বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে।  যার ফলে ব্যাঘাত ঘটেছে ট্রেন চলাচলে। বন্দুকবাজরা বালুচিস্তানের মাসতুং জেলার একটি পুলিশ স্টেশনেও হামলা চালিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি । এই নারকীয় হত্যাকাণ্ডের খবর পেয়ে তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের রাষ্টপতি আসিফ আলি জারদারি ও অভ্য়ঃন্তরীণ মন্ত্রী মহসিন নাকভি।

ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। যদিও আঙুল উঠছে বালোচ বিদ্রোহীদের দিকেই। পাঞ্জাব প্রদেশ থেকে আসা কর্মীদের বারবার বালোচিস্তান ছেড়ে চলে যেতে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে বিদ্রোহীদের বিরুদ্ধে। যেহেতু পরিচয়পত্র দেখে খুন করা হয়েছে, তাই ওয়াকিবহাল মহলের অনুমান এই হত্যালীলার নেপথ্যে রয়েছে বালোচ বিদ্রোহীরাই।

(Feed Source: abplive.com)