সবে মাথা তুলেছেন, ধেয়ে এল ধোঁয়ার কুণ্ডলী, গড়িয়ে পড়ে অগ্নুৎপাতের মুখ থেকে ফিরলেন পর্বতারোহীরা

সবে মাথা তুলেছেন, ধেয়ে এল ধোঁয়ার কুণ্ডলী, গড়িয়ে পড়ে অগ্নুৎপাতের মুখ থেকে ফিরলেন পর্বতারোহীরা

নয়াদিল্লি: যে কোনও মুহূর্তে বিপদ নেমে আসতে পারে বলে বার বার সতর্ক করা হয়েছিল। সেই সতর্কতা উপেক্ষা করেই উঠেছিলেন। কিন্তু পর্বতের মাথায় উঠতেই বিপত্তি ঘটল। উল্টো দিক থেকে কার্যত ধেয়ে এল আগ্নেয়গিরি থেকে নির্গত ধোঁয়ার ঢেউ। আর তাতেই প্রাণ হাতে করে লাফ দিলেন পর্বতারোহীরা। দড়ি ধরে হড়কে নামতে শুরু করলেন কেউ কেউ। কেউ কেউ আবার পাহাড়ের ঢালে গড়িয়ে দিলেন শরীর। ভয়ঙ্কর সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হল। (Indonesia Volcanic Eruptions)

ইন্দোনেশিয়ার মাউন্ট দুকনো আগ্নেয়গিরি থেকে এই দৃশ্য সামনে এল। সরকারি ড্রোনের ক্যামেরায় ওই ভয়ঙ্কর দৃশ্য বন্দি হয়েছে। সোশ্য়াল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে ভিডিওটি, যা দেখে শিউড়ে উঠেছেন সকলে। পাথুরে পর্বত বেয়ে গড়িয়ে পর্বতারোহীদের নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পিছনের কালো ধোঁয়ার কুণ্ডলী সম্বলিত দৃশ্যপট দেখেও হতবাক সকলে। এই ঘটনায় হতাহতের খবর মেলেনি যদিও। (Viral Video)

ইন্দোনেশিয়ার উত্তরের হালমাহেরা দ্বীপের মাউন্ট দুকনো একটি সক্রিয় আগ্নেয়গিরি। তার ধারেকাছে না ঘেঁষতে আগেই নির্দেশ দিয়েছিল ইন্দোনেশিয়ার জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থা। কিন্তু পর্বতারোহীদের একটি দল সেই সাবধানবাণী কানে তোলেননি। বিপজ্জনক হালমাহেডরা পর্বত বেয়ে উপরে উঠে যান তাঁরা। আর তাতেই বিপত্তি ঘটে।

ঘটনার যে ভিডিও সামনে এসেছে, তাতে ধূসর রংয়ের পর্বতের একেবারে শীর্ষে দেখা গিয়েছে পর্বতারোহীর দলকে। কিন্তু যেই না মাথা তুলেছেন, অমনই উল্টো দিক থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী ধেয়ে আসে। গোটা আকাশ ধেয়ে যায় ওই কালো ধোঁয়ায়। সামনে ঘোর বিপদ দেখে আর দেরি করেননি কেউ। পড়িমরি নীচে নামতে শুরু করেন পর্বতারোগীরা। ড্রোনের ক্যামেরায় তোলা ওই দৃশ্য শিউড়ে ওঠার মতোই।

এমনিতেই হালমাহেরা দ্বীপটি অত্যন্ত বন্ধুর। প্রায়শই অগ্ন্যুৎপাত ঘটায় পর্যটকদের সেখানে যেতে নিষিদ্ধ করে সরকারি সংস্থা। ১৯৩০ সাল থেকে লাগাতার অগ্ন্যুৎপাত হয়ে চলেছে মাউন্ট দুকমোয়। কিন্তু ওই পর্বতারোহীর দল সতর্কবাণী কানে তোলেননি বলে অভিযোগ। এই ঘটনার পর কড়া সতর্কতা জারি হয়েছে ইন্দোনেশিয়ায়। সেন্টার ফর ভলক্যানোলজি অ্যান্ড জিওলজিক্যাল ডিজাস্টার মিটিগেশন বিভাগের প্রধান প্রিয়াতিন হাদি উইজায়া জানিয়েছেন, মাউন্ট দুকমোয় অগ্ন্যুৎপাত ঘটছে। যেখানে যেতে বারণ করা হচ্ছে সকলকে।

(Feed Source: abplive.com)