সিনেমার জগতে অভিষেক ঘটাচ্ছেন ধোনি? পরিচালক বেঙ্কট প্রভুর মন্তব্যে শোরগোল

সিনেমার জগতে অভিষেক ঘটাচ্ছেন ধোনি? পরিচালক বেঙ্কট প্রভুর মন্তব্যে শোরগোল

নয়াদিল্লি: ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’ নামক সিনেমা। ‘গোট’ (GOAT Movie) নামেই সিনেমাটির প্রচার করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। বেঙ্কট প্রভু (Venkat Prabhu) পরিচালিত থালাপতি বিজয় (Thalapathy Vijay) অভিনীত এ সিনেমা ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উন্মাদনা আকাশছোঁয়া। সেই সিনেমা ঘিরে শোরগোল আরও অনেকাংশে বেড়ে যায় বেঙ্কট প্রভু এক ছোট্ট ঘোষণার পরেই।

কলিউড ইন্ডাস্ট্রির অনুগামীদের মধ্যে উত্তেজনার ঝড়। কারণ বেঙ্কুট প্রভু জানিয়েছেন সেই সিনেমায় চেন্নাই সুপার কিংসের এক ম্যাচের কিছু ঝলক দেখা যাবে। তিনি জানান, ‘আমাদের গোট সিনেমায় সিএসকের ম্যাচের কিছু ঝলক দেখানো হবে। রুপোলি পর্দায় কার ঝলক দেখা যাবে, তা নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন।’ বেঙ্কট যে আর অন্য কেউ নন, মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) কথা বলছেন, তা বুঝতে কিন্তু কারুরই অসুবিধা হচ্ছে না। তবে স্পষ্টভাবে তাঁকেই দেখা যাবে, এই ঘোষণা কিন্তু এখনও হয়নি। অবশ্য তাতে উত্তেজনার পারদ কিন্তু বাড়ছে বই কমছে না।

এই সিনেমায় কিন্তু প্রভু দেবা, জয়রাম, যোগি বাবুর মতো অভিনেতা, অভিনেত্রীরা রয়েছেন। সাইন্স-ফিকসন সিনেমাটি বিরাট বাজেট নিয়ে তৈরি করা হয়েছে। টাইম-ট্রাভেল নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। এখানে বিজয়কে ডবল রোলে দেখা যাবে। মুখ্য চিরত্রে পিতা এবং পুত্র, উভয় ভূমিকাতেই অভিনয় করবেন বিজয়। বক্স অফিসে সিনেমাটি বেশ হিট হবে বলেই আশা করা হচ্ছে।

মহেন্দ্র সিংহ ধোনির আত্মজীবনী নিয়ে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ নামক এক সিনেমা রয়েছে। তবে ২০১৬ সালে মুক্তি পাওয়া ১৯০ মিনিটের এই সিনেমায় কিন্তু একবারের জন্যও ব্যক্তি ধোনির ঝলক দেখা যায়নি। তাই গোটা সিনেমায় যদি ধোনিকে সত্যিই দেখা যায়, তাহলে সেটাই হবে রুপোলি পর্দায় ভারতীয় বিশ্বজয়ী অধিনায়কের ডেবিউ।

অবশ্য অভিনেতা হিসাবে এর আগে দেখা না গেলেও ধোনি কিন্তু চলচ্চিত্রের জগতে এর আগেই প্রবেশ করেছেন। স্ত্রী সাক্ষীর সঙ্গে মিলে মাহি গত বছর ধোনি এক তামিল সিনেমা প্রযোজনা করেন। রোমান্টিক-কমেডি ঘরানার সেই সিনেমাটি ছিল রমেশ থামিলমানির নির্দেশক হিসাবে প্রথম সিনেমা।

(Feed Source: abplive.com)