India Coronavirus Update : মাঝে দু’মাসে করোনা সংক্রমণের গ্রাফ (Coronavirus) কিছুটা নিম্নমুখী হলেও, ফের মাথাচাড়া দিচ্ছে মারণ ভাইরাস। চিন্তা বাড়াচ্ছে দেশের করোনা-গ্রাফ (Coronagraph)। দৈনিক আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছুঁইছুঁই। ফের বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও (Corona Death )। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত কয়েক সপ্তাহে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ।
#AmritMahotsav#Unite2FightCorona#LargestVaccineDrive pic.twitter.com/pkIA9KB2Id
— Ministry of Health (@MoHFW_INDIA) June 15, 2022
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health) পরিসংখ্যান অনুযায়ী,
-
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮২২ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৫৯৪।
-
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬।
-
- এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৭৯২ জনের।
-
- মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩২ লক্ষ ৪৫ হাজার ৫১৭।রাজ্যে করোনা পরিস্থিতি মঙ্গলবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুসারে এ রাজ্যে করোনা পরিস্থিতিও উদ্বেগের দিকেই এগোচ্ছে। শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ১৩৫ জন। তবে কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যাননি। ৫৭ জন করোনামুক্ত হয়েছেন শেষ ২৪ ঘণ্টায়। করোনা আক্রান্ত হয়ে এখন এ রাজ্যে হাসপাতালে ভর্তি ২২ জন।
WB COVID-19 Daily Health Bulletin: 14 June 2022. A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.
পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ১৪ জুন ২০২২। পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।#BengalFightsCorona pic.twitter.com/fMmLig4jWD
— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) June 14, 2022
(Source: abplive.com)