করাচি: প্রথমবার পাকিস্তান যখন বিশ্বকাপ জেতে ১৯৯২ সালে ইমরান খানের (Imran Khan) নেতৃত্বে, তখনও তাঁর জন্মই হয়নি। এরপর ২০০৯ সালে টি-টোয়েন্টি (T20) বিশ্বকাপ জেতে পাক দল, তখনও জাতীয় দলের গ্রহ থেকে অনেক দূরে। অথচ গত কয়েক বছরে পাক ক্রিকেটের পোস্টার বয় তিনি। বাবর আজম (Babar Azam)। ওয়ান ডে হোক বা টি-টোয়েন্টি বাবরের ব্যাট যেন শান দেওয়া তলোয়াড়। দুরন্ত ছন্দে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সম্প্রতি ওয়ান ডে সিরিজে সেঞ্চুরিও হাঁকিয়েছেন। ব্যাটিং ক্রমতালিকায় শীর্ষেও উঠে এসেছেন বারবার। কিন্তু এখনও নিজের লক্ষ্যপূরণ হয়নি। আগামী ১৮ মাসের মধ্য়ে ২টো বিশ্বকাপ রয়েছে। আর সেই ট্রফি জিতেই নিজের ছোটবেলার স্বপ্নপূরণ করতে মরিয়া পাক অধিনায়ক।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবরের নেতৃত্বে সেমিতে পৌঁছেও হারতে হয়েছিল পাকিস্তানকে। ২০১৯ সালে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েও ম্য়াচ জেতাতে পারেননি দলকে। কিন্তু সেই আক্ষেপ আর বয়ে নিয়ে যেতে চান না এই ডানহাতি ব্য়াটার। এক সাক্ষাৎকারে বাবর জানিয়েছেন, ”নিজের ফর্মটা উপভোগ করছি। কিন্তু এই ফর্মের সঙ্গেই আমার একমাত্র লক্ষ্য আগামী ২ টো বিশ্বকাপ। তা যদি সম্ভ হয়, তবেই আমি মনে করব যে আমার ফর্ম কাজে এসেছে দেশের।”
লাহোরে গলি ক্রিকেট খেলেই বড় হয়ে উঠেছেন। ধীরে ধীরে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন যে একদিন তিনিও দেশের জার্সিতে ব্যাট হাতে নামবেন। সেই স্মৃতি রোমন্থন করতে গিয়ে বাবর বলেন, ”যখন স্কুলে পড়তাম, যখন গলি ক্রিকেট খেলতাম, তখন থেকেই ভাবতাম যে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে পাকিস্তানের হয়ে খেলব। বিশ্বের সেরা ব্যাটার হব। যাতে আমার জন্য পাকিস্তানও সব ট্রফি জিততে পারে। বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে। ছোটবেলা থেকেই বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখতাম।”
উল্লেখ্য, ওয়ান ডে ফর্ম্য়াটে বাবরের গড় প্রায় ৬০-এর কাছাকাছি। চলতি বছরে এখনও পর্যন্ত ৬টি ম্য়াচ খেলে ৩টি সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন। একশোর কাছাকাছি গড়ে ৪৫৭ রান করেছেন। বিশ্বকাপেও এই ফর্ম ধরে রাখতে মরিয়া বাবর।
(Source: abplive.com)