
কলকাতা: একে অপরের প্রতি প্রকাশ্যে ভালবাসা জানাতে তাঁরা কখনওই পিছপা হন না। আর যদি উপলক্ষ হয় জন্মদিন, তাহলে তো বিশেষ পোস্টের আশা করাই যায়। ৫ সেপ্টেম্বর জন্মদিন ছিল ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রুবেল দাসের (Rubel Das)। এই দিনটিকে আরও স্পেশাল করে তোলেন তাঁর প্রেমিকা, অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। আজ, শুক্রবার শেয়ার করলেন সেলিব্রেশনের ছবি, লিখলেন খোলা চিঠি। পোস্টেই পাল্টা ভালবাসা জানালেন রুবেল। (Birthday Post)
রুবেলের জন্মদিনে ভালবাসার প্রকাশ, খোলা চিঠি শ্বেতার
রুবেলের জন্মদিন গিয়েছে গতকাল। আজ সেলিব্রেশনের ছবি পোস্ট করলেন শ্বেতা ভট্টাচার্য। দেখা গেল ভালবাসায় মুড়িয়ে সাজিয়েছেন বাড়ি। কেক কাটার জায়গার পিছনে দেওয়ালে ‘মানি হেইস্ট’-এর মুখোশও নজরে পড়ল। গোলাপের পাপড়ি, বেলুন, মোমবাতি, আলোয় মোড়া আয়োজন। একগুচ্ছ ছবিতে দেখা মিলল তাঁদের পরিবারের লোকজনের। দেখা গেল শ্বেতা ও রুবেলের আদুরে ছবিও। ট্যুইনিং করে দু’জনের পোশাকই রইল সাদা। একাধিক কেক কাটার ছবিও পড়ল নজরে।
এদিন ছবি পোস্ট করে ক্যাপশনে শ্বেতা লেখেন, ‘গতকাল ৫ সেপ্টেম্বর, তোমার জন্মদিন ছিল। আমি আজ তোমাকে কিছু কথা বলতে চাই। বাবাই, শুধু তোমার আনন্দ নয়, তোমার দুঃখও ভাগ করতে চাই। আমরা শুধু একে অপরের বাহুতে হাসিই না, কাঁদতেও যেন পারি। তুমিই আমার পৃথিবীর কেন্দ্র। আর আমি এর অন্যথা একেবারেই চাই না। আমাদের একসঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। আমাদের ভালবাসা শক্তিশালী ও চিরন্তন এবং আমি তোমার সঙ্গে প্রত্যেক মুহূর্ত উপভোগ করি। আমি তোমাকে ভালবাসি।’
শ্বেতার প্রেমের ইস্তেহারে উত্তর দিয়েছেন রুবেলও। কমেন্টে লেখেন, ‘তুমিই একমাত্র যে আমার কঠিন সময়েও আমাকে হাসানোর জাদু জানে। আমার জীবন আনন্দে ভরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমার দেখা সবচেয়ে দারুণ মানুষের জন্য, আমাকে ভালবেসে প্রত্যেকদিন বিশেষ করে দেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু এই জন্মদিনটা খুব খুব স্পেশাল ছিল কারণ তোমার আবৃত্তি… ভালবাসি মাম্মা।’
শ্বেতার পোস্টে যেমন অনুরাগীদের থেকে ফের জন্মদিনের শুভেচ্ছা পেয়েছেন রুবেল, তেমনই তাঁদের জুটি পেয়েছে দর্শকের প্রাণভরা ভালবাসা, আশীর্বাদও।
(Feed Source: abplive.com)
