Presvu Eye Drop: বিস্ময়কর আবিষ্কার! চোখের ড্রপেই এবার উধাও হবে চালশে, লাগবে না চশমা…

Presvu Eye Drop: বিস্ময়কর আবিষ্কার! চোখের ড্রপেই এবার উধাও হবে চালশে, লাগবে না চশমা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কনট্যাক্ট লেন্স বা চশমা কোনওতেই স্বস্তি মিলছে না। রিডিং গ্লাস সবসময় চোখে রাখতেও বিরক্ত লাগে। এমনকী চালশে পড়লে এবার নাকি আর চশমা পড়তে হবে না। আপাতত সেই নিরাময় আপনার হাতে। বাজারে আসতে চলেছে নতুন ডিসিজিআই অনুমোদিত আই ড্রপ (Eye Drop)। চলতি সপ্তাহেই দেশের ড্রাগ রেগুলেটরি এজেন্সি এই ওষুধে ছাড়পত্র দিয়েছে।

মুম্বইয়ের একটি ওষুধ প্রস্তুত সংস্থা এই চোখের ড্রপটি তৈরী করেছে। বিশ্ব জুড়ে ১.০৯ বিলিয়ন মানুষ এই ড্রপ ব্যবহার করে সুফল পেয়েছে। Entod ফার্মাসিউটিক্যালস “PresVu” আই ড্রপ চালু করেছে যা পাইলোকারপাইন ব্যবহার করে তৈরি করা হয়েছে – যে ওষুধটি চোখের মণির আকার কমিয়ে ‘প্রেসবায়োপিয়া’র চিকিৎসা করে, বস্তুগুলিকে কাছাকাছি দেখতে সাহায্য করে।

প্রায় ২৭০ জনেরও বেশি রোগীর উপর ৩ পর্যায়ে চলেছিল ক্লিনিক্যাল স্টাডি। সেই তথ্য পেশ করা হয়েছিল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনে। সেখানকার বিশেষজ্ঞ দলই বাণিজ্যিক ছাড়পত্র দিয়েছে ওষুধটিকে। প্রস্তুতকারক সংস্থার তরফে জানানো হয়েছে, এই আই ড্রপে অ্যাডভান্সড ডায়নামিক বাফার টেকনোলজি রয়েছে, যা সহজেই চোখের পিএইচ ভারসাম্য ফেরায়।

প্রেসবায়োপিয়া একটি বয়সজনিত সমস্যা। এর ফলে কাছের কোনও জিনিস দেখতে অসুবিধা হয়। ৪০ বছরের বেশি বয়সী লোকেরা এই রোগে ভোগেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোনও কিছুতে ফোকাস করার ক্ষমতা কমে যায় চোখের। এর ফলে কোনও কিছু পড়তে গেলে অসুবিধা হয়। ফার্মাসিউটিক্যালস চক্ষু, ENT এবং চর্মরোগ সংক্রান্ত ওষুধে বিশেষজ্ঞ এবং ৬০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করে।

অনেক দিন ধরেই এই আই ড্রপটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছিল। পরে কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থার ‘সাবজেক্ট এক্সপার্ট কমিটি’ অনুমোদন দেয়। কেন্দ্রের অনুমতি পাওয়ার পরেই আই ড্রপটিকে দেশের বাজারে নিয়ে আসার তোড়জোড় চলছে।

(Feed Source: zeenews.com)