Presvu Eye Drop: বিস্ময়কর আবিষ্কার! চোখের ড্রপেই এবার উধাও হবে চালশে, লাগবে না চশমা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কনট্যাক্ট লেন্স বা চশমা কোনওতেই স্বস্তি মিলছে না। রিডিং গ্লাস সবসময় চোখে রাখতেও বিরক্ত লাগে। এমনকী চালশে পড়লে এবার নাকি আর চশমা পড়তে হবে না। আপাতত সেই নিরাময় আপনার হাতে। বাজারে আসতে চলেছে নতুন ডিসিজিআই অনুমোদিত আই ড্রপ (Eye Drop)। চলতি সপ্তাহেই দেশের ড্রাগ রেগুলেটরি এজেন্সি এই ওষুধে ছাড়পত্র দিয়েছে। মুম্বইয়ের একটি ওষুধ প্রস্তুত সংস্থা এই চোখের ড্রপটি তৈরী করেছে। বিশ্ব জুড়ে ১.০৯ বিলিয়ন মানুষ এই ড্রপ ব্যবহার করে সুফল পেয়েছে। Entod ফার্মাসিউটিক্যালস “PresVu” আই…