কংগ্রেসে যোগদানের পর থেকেই ভিনেশ ফোগট এবং বজরং পুনিয়ার দিকে উড়ে এসেছে বিজেপির নেতাদের পক্ষ থেকে একের পর এক কটুক্তি। তালিকায় সবার ওপরের দিকেই নাম রয়েছে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত জাতীয় কুস্তি সংস্থার প্রাক্তন প্রধান ব্রিজভূষণ সরণ সিং। এছাড়াও তাঁর ঘনিষ্ঠ সঞ্জয় সিং, যিনি বর্তমানে জাতীয় কুস্তি সংস্থার প্রধাণ তিনিও অলিম্পিক্সে ভারতের কম পদক আসার জন্য ভিনেশদের দিকেই আঙুল তুলেছেন। এই আবহেই এবার পাল্টা ব্রিজভূষণ সরণ সিংদের জবাব দিলেন ভিনেশ ফোগট,জানিয়ে দিলেন লড়াইয়ের জন্যই তিনি রাজনীতির ময়দানে নেমেছেন। আর ব্রিজভূষণ সরণ সিংকে তিনি ভুল প্রমাণ করেই ছাড়বেন, খোঁচাও দিয়েছেন প্রাক্তন বিজেপিকে সাংসদকে।
ভিনেশ ফোগট সরাসরি ব্রিজভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে আঙুল তুলে বলছেন, ‘কত বড় বড় কথা বলেছিলেন উনি, নিশ্চয় সকলের মনে আছে। কোনও মহিলা কুস্তিগির যদি সামনে এসে অভিযোগ করে তাহলে তিনি নাকি নিজেকে ফাঁসিতে চড়িয়ে দেবেন। অনেকেই তো অভিযোগ করেছেন, তিনি কি করলেন? উনি আমার বিরুদ্ধে অভিযোগ করছেন আমি নাকি কুস্তির নিয়ম বদলে দিতে চাই, আমি নাকি জাতীয় পর্যায় প্রতিদ্বন্দিতা করতে চাইনি। কিন্তু আমি তো জাতীয় পর্যায় লড়ে, ট্রায়াল দিয়েই সুযোগ পেয়েছি। অলিম্পিক্সে নিজের যোগ্যতায় গেছি। প্রতি পদে পদে ওনাকে ভুল প্রমাণ করেছি, আগামী দিনেও করব ’।
২০১৪ সাল থেকেই হরিয়ানায় ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার। এমনিতে কুস্তি সংস্থার অন্দরে উত্তর প্রদেশের সঙ্গে হরিয়ানার কুস্তিগিরদের একটা ঠান্ডা লড়াই সব সময়ই চলে, সেটা কর্তাদের মধ্যেও। এরই মাঝে অক্টোবরে হরিয়ানার বিধানসভা নির্বাচনের আগে ভিনেশ ফোগট এবং বজরং পুনিয়া কংগ্রেসে যোগ দেওয়ায় বিষয়টি প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে তাঁদের কাছে। কংগ্রেস যদি লোকসভা নির্বাচনের ফল ধরে রেখে ভিনেশ-বজরংদের কাঁধে ভর দিয়ে হরিয়ানায় ভোট বৈতরণী পার করে দিতে পারে তাহলে সেটা বিজেপির কাছে বড় ধাক্কা হবে, তা বলাই বাহুল্য।
কয়েকদিন আগেই ভিনেশ ফোগটের অলিম্পিক্স পদক হাতছাড়া হওয়া নিয়ে ব্রিজভূষণ বলেছিলেন এটা ভগবানের শাস্তি, কুস্তি সংস্থার প্রধাণ দাবি করেছিলেন কার্যত দেশদ্রোহীতা করেই নাকি অলিম্পিক্সে কুস্তিগিরদের পদক আনতে দেননি ভিনেশরা। গত বছর তাঁরা আন্দোলন না করলে, তাহলে কুস্তিগিরদের ফোকাস নষ্ট হত না।। এই আবহেই এখন লড়াই তুঙ্গে ভিনেশের সঙ্গে ভারতীয় জনতা পার্টির। তবে আরও চাঞ্চল্যকর বিষয় হচ্ছে, ভিনেশের সঙ্গেই কংগ্রেসে যোগ দেওয়া অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগির বজরং পুনিয়াকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
(Feed Source: hindustantimes.com)