Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘অলিম্পিক্সে নিজের দমেই গেছি! খালি বড় বড় বাতেলা দেন’! ব্রিজভূষণকে খোঁচা ফোগটের
‘অলিম্পিক্সে নিজের দমেই গেছি! খালি বড় বড় বাতেলা দেন’! ব্রিজভূষণকে খোঁচা ফোগটের

কংগ্রেসে যোগদানের পর থেকেই ভিনেশ ফোগট এবং বজরং পুনিয়ার দিকে উড়ে এসেছে বিজেপির নেতাদের পক্ষ থেকে একের পর এক কটুক্তি। তালিকায় সবার ওপরের দিকেই নাম রয়েছে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত জাতীয় কুস্তি সংস্থার প্রাক্তন প্রধান ব্রিজভূষণ সরণ সিং। এছাড়াও তাঁর ঘনিষ্ঠ সঞ্জয় সিং, যিনি বর্তমানে জাতীয় কুস্তি সংস্থার প্রধাণ তিনিও অলিম্পিক্সে ভারতের কম পদক আসার জন্য ভিনেশদের দিকেই আঙুল তুলেছেন। এই আবহেই এবার পাল্টা ব্রিজভূষণ সরণ সিংদের জবাব দিলেন ভিনেশ ফোগট,জানিয়ে দিলেন লড়াইয়ের জন্যই তিনি রাজনীতির ময়দানে…

Read More