জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশ থেকে বিতারিত হওয়ার পর এবার শেখ হাসিনাকে ফাঁসির দাবি উঠল পদ্মাপাড়ে। শেখ হাসিনা মিথ্যা মামলায় জামায়াতে ইসলামীর হাজারো নেতাকর্মীকে ফাঁসি দিয়েছেন, বছরের পর বছর জেলে বন্দি করে রেখেছেন বলে মন্তব্য করেছেন সেক্রেটারি গোলাম পরওয়ার। শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তোমরা আমাদের হাজার হাজার লোককে হত্যা করেছ। আমাদের লোকদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছ। শেখ হাসিনার বিচার করতে মিথ্যা মামলা দিতে হবে না। সে যা করেছে, সত্য মামলা দিয়ে তাকে ১০০ বার ফাঁসি দেওয়া যাবে।’
তারঁ দাবি, ‘খুন, অপরাধ ও হত্যা যারা করেছে, বাংলাদেশের শহীদ পরিবারের কান্না অনুযায়ী তাদের বিচার এই দেশের মাটিতে হবে। সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে। সেই ট্রাইব্যুনালে বিচার হবে। যেখানে যেখানে যারা অপরাধ করেছে, সাক্ষ্যপ্রমাণ থাকলে সত্য ঘটনা দিয়ে আপনারা মামলা করে তাদের বিচারের আওতায় আনুন।’
গোলাম পরওয়ারের আরও অভিযোগ, ‘শেখ হাসিনা দেশের বাইরে থেকে বিচারপতিদের দিয়ে, আনসারদের দেশে অন্তর্বর্তীকালেন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। এখনো প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পেতাত্মারা ঘাপটি মেরে আছে। এসব পরিষ্কার করে দেশপ্রেমীদের নিয়োগ দিতে হবে।’ আপাতত ভারতেই রয়েছেন শেখ হাসিনা। কিন্তু আর কতদিন? তাঁর এভাবে ভারতে থেকে যাওয়া বা উল্টো দিক থেকে তাঁকে এইভাবে ভারতে থাকতে সাহায্য করার বিষয়টা বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার একেবারেই ভালো চোখে দেখছে না। তারা নিজেদের হাতে পেতে চায় হাসিনাকে।
ছাত্র আন্দোলনে শয়ে শয়ে আন্দোলনকারীর মৃত্যুর দায়ে ইউনূসেরা শাস্তি দিতে চায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে। সেই কারণেই ভারত থেকে হাসিনাকে ফেরাতে যাবতীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আমলে সদ্য নিয়োগ হওয়া প্রধান বিচারপতি। রবিবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রধান বিচারপতি মহম্মদ তাজুল ইসলাম জানান, প্রত্যার্পণ চুক্তির অধীনে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে।
(Feed Source: zeenews.com)