NHAI Internship 2022 : NHAI-তে ইন্টার্নশিপ করার সুযোগ, মিলবে ১৫ হাজার টাকা করেও

NHAI Internship 2022 : NHAI-তে ইন্টার্নশিপ করার সুযোগ, মিলবে ১৫ হাজার টাকা করেও

ছয় মাসের ইন্টার্নশিপের সুযোগ

ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি (NHAI) ফাইনাল ইয়ার ছাত্রদের জন্যে দারুন একটা সুযোগ নিয়ে এসেছে। ছয় মাসের ইন্টার্নশিপের সুযোগ নিয়ে এসেছে কেন্দ্রীয় অধিনস্ত এই সংস্থা। আর এই ইন্টার্নশিপ চলার সময় প্রত্যেক মাসে স্টাইপেন্ড দেওয়া হবে। শুধু তাই নয়, গ্র্যাজুয়েশন ছাত্রদের মাসে ১০ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। এছাড়াও পোস্ট গ্র্যাজুয়েশন ছাত্রদের জন্যে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে প্রত্যেক মাসে। এতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশনের পড়ুয়াদের বড়সড় একটা সুযোগ মিলবে বলেই জানা যাচ্ছে।

 ইন্টার্নশিপের জন্যে আবেদন করতে গেলে

ইন্টার্নশিপের জন্যে আবেদন করতে গেলে

ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি (NHAI) ইন্টার্নশিপের জন্যে আবেদন করতে গেলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। আর তা কীভাবে করতে হবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। জানা যাচ্ছে, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE)-এর ইন্টার্নশিপ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আর তা করতে হলে – internship.aicte-india ডট org – এই লিঙ্কে ক্লিক করতে হবে।

বিজ্ঞপ্তিটা একনজরে

বিজ্ঞপ্তিটা একনজরে

তবে মাথায় রাখতে হবে ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি (NHAI) ইন্টার্নশিপ করার জন্যে আবেদনের জন্যে হাতে সময় মাত্র কয়েকদিনই রয়েছে। আর তা করতে হলে অবশ্যই ১৫ জুলাইয়ের মাধ্যমে তা করতে হবে। তবে আবেদনের আগে অবশ্যই জরুরি তথ্যগুলি ভালো ভাবে পড়ে নিতে হবে। বিজ্ঞপ্তিটি জেনে নিতে পারেন। আর তা করতে এই লিঙ্কে- https://morth.nic.in/sites/default/files/circulars_document/Internship-btech-mtech-nh_00020.pdf – ক্লিক করতে হবে।

ইন্টার্নশিপ বাধ্যতামুলক

ইন্টার্নশিপ বাধ্যতামুলক

ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্যে ইন্টার্নশিপ বাধ্যতামুলক করে দেওয়া হয়েছে। গত ২০১৭ সাল থেকে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আর এরপর থেকে ৫০ হাজারেরও বেশি সংস্থা ইন্টার্নশিপ দেওয়ার জন্যে এআইসিটিই-এর সঙ্গে চুক্তি করেছে। পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই ইন্টার্নশিপের মাধ্যমে বহু সংস্থাতে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। ফলে অসাধারণ একটি সুযোগ মোটেই হাত ছাড়া না করাই উচিৎ। আজই এই সুবিধা নেওয়ার জন্যে আবেদন করুন।

(Source: oneindia.com)