ছাগলের কানের অংশ প্লাস্টিক সার্জারি করা হল মানব দেহে! অসাধ্য সাধন

ছাগলের কানের অংশ প্লাস্টিক সার্জারি করা হল মানব দেহে! অসাধ্য সাধন

ছাগলের দেহের অংশ ব্যবহার করা হল মানবদেহের প্লাস্টিক সার্জারিতে। শুনতে অবাক লাগলেও এমনটাই করে দেখিয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজ এবং পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের কয়েকজন চিকিৎসক এবং গবেষক। ছাগলের কানের কার্টিলেজ ব্যবহার করে মানব শরীরে প্লাস্টিক সার্জারি করা হয়েছে। এখনও পর্যন্ত ১৮ জনের শরীরে এই অস্ত্রোপচার হয়েছে এবং তারা সকলেই সুস্থ রয়েছেন। চিকিৎসক গবেষকদের অসাধ্য সাধনের ফলে উপকৃত হয়েছেন বহু মানুষ।

কীভাবে ব্যবহার করা হল ছাগলের কানের কার্টিলেজ?

পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান সিদ্ধার্থ জোয়ারদার জানান, অনেক সময় দুর্ঘটনায় মানুষের নাক এবং কান ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। সেক্ষেত্রে ছাগলের কানের কার্টিলেজ দিয়ে প্লাস্টিক সার্জারি করা হচ্ছে। ছাগলের কানের কার্টিলেজের প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ ঠিকমতো হলে এটা করা সম্ভব। ১৮ জন রোগীর ওপর অস্ত্রোপচার করা হয়েছে। তিন বছর ধরে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তিন বছর পর দেখা গিয়েছে তাদের সকলেই সুস্থ রয়েছেন কোনও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি।

আরজি কর হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ছাগলের কানের কার্টিলেজ বিশেষভাবে শোধন করে সেল কালচার পদ্ধতিতে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে সংরক্ষণ করা হয়। বিশেষ প্রক্রিয়ার ফলে এই কার্টিলেজ মানুষের শরীরে মিশে যেতে কোনও অসুবিধা হয় না। সেখানে এগুলি সংরক্ষণের পর আরজিকর মেডিক্যাল কলেজের প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান রূপনারায়ণ ভট্টাচার্যের নেতৃত্বে অস্ত্রোপচার করা হয়। জানা গিয়েছে, ছাগলের কানের কার্টিলেজের সফল প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ পদ্ধতির জন্য, ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির তরফে পেটেন্ট পেয়েছেন এই চিকিত্‍সক-গবেষকরা।বাংলার চিকিৎসক গবেষকদের এই আবিষ্কারের ফলে এই ধরনের প্লাস্টিক সার্জারি ক্ষেত্রে খরচ অনেক কম হবে।

(Source: hindustantimes.com