নয়াদিল্লি: আগামী ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ফের আরজি কর মামলার শুনানি৷ গতকালই শীর্ষ আদালতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠেছিল মামলাটি৷ দীর্ঘ শুনানিতে সিবিআই তদন্তে আস্থা রেখেছিলেন প্রধান বিচারপতি৷ মূল মামলার শুনানির পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের আন্দোলন এবং কর্মবিরতির বিষয়টি উঠে এসেছিল সওয়াল জবাবে৷ চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু নির্দেশও রাজ্য সরকারকে দিয়েছিল সুপ্রিম কোর্ট৷
মঙ্গলবারের শুনানি সংক্রান্ত নির্দেশিকা আজই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে৷ সেখানেই পরবর্তী শুনানির দিন জানিয়েছে শীর্ষ আদালত৷
গতকাল সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন সিবিআই স্ট্যাটাস রিপোর্টের বিষয়টিও উল্লেখ করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়৷ এই রিপোর্ট পড়ে তাঁরা বিচলিত বলেও জানান প্রধান বিচারপতি৷ যদিও তদন্তে কী কী উঠে এসেছে, তদন্তের স্বার্থেই তা প্রকাশ্যে জানানো হবে না বলেও জানিয়ে দিয়েছিলেন প্রধান বিচারপতি৷
মঙ্গলবারের শুনানিতে সিবিআই-এর পক্ষ থেকে চাঞ্চল্যকর অভিযোগ তুলে বলা হয়, নির্যাতিতা চিকিৎসকদের দেহ উদ্ধারের দিনের সব ভিডিও ফুটেজ তাদের হাতে তুলে দেয়নি কলকাতা পুলিশ৷ মাত্র ২৭ মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল৷
মঙ্গলবারের শুনানিতে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে তাঁদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আদালতের কাছে উদ্বেগ প্রকাশ করা হয়৷ চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি অবিলম্বে সুনিশ্চিত করার জন্য রাজ্য সরকারকে নির্দেশও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ হাসপাতালে নিরাপত্তার কাজে চুক্তিভিত্তিক কর্মীদের ব্যবহারেও আপত্তি জানান প্রধান বিচারপতি৷
পাশাপাশি, রাত্তিরের সাথী সংক্রান্ত নির্দেশিকায় সংশোধনের জন্যও রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়৷ রাজ্যের পক্ষ থেকে ওই সংশোধন করে নেওয়ার আশ্বাস দেন আইনজীবী কপিল সিব্বল৷
(Feed Source: news18.com)