কলকাতা: আন্তর্জাতিক সংবাদসংস্থার দফতর বন্ধের নোটিশ দিল ইজরায়েলের সেনা। ওয়েস্ট ব্যাঙ্কের রামাল্লায় কাতারভিত্তিক সংবাদসংস্থা আল জ়াজিরার অফিসে ইজরায়েলি সেনা হানা দিয়েছে বলে জানানো হয়েছে সংবাদ সংস্থার তরফেই। ৪৫ দিনের মধ্যে অফিস বন্ধের নোটিশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে সংবাদসংস্থার তরফে।
আল জ়াজিরার রিপোর্টে প্রকাশিত, ‘ভারী অস্ত্রে সজ্জিত এবং মুখোশধারী ইজরায়েলি সেনা সংস্থার ভবনে ঢুকে নেটওয়ার্কের ওয়েস্ট ব্যাঙ্ক ব্যুরো চিফ ওয়ালিদ আল-ওমারির হাতে অফিস বন্ধ করে দেওয়ার নির্দেশ তুলে দেন। এর জন্য কোনও কারণ দেখানো হয়নি।’
আল জ়াজিরার তরফে জানানো হয়েছে, ‘৪৫ দিনের মধ্যে আল জ়াজিরা বন্ধ করে দেওয়ার জন্য আদালতের নির্দেশ রয়েছে।’ একটি বক্তব্য ব্রডকাস্ট করা হয়েছে। এনডিটিভি সূত্রের খবর, সংবাদসংস্থার তরফে যে ভিডিও প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে একজন ইজরায়েলি সেনা বলছেন, ‘সব ক্যামেরা নিয়ে অফিস ছেড়ে চলে যান আপনারা।’
আল জ়াজিরার তরফে ইজয়ারেলের সেনার এই পদক্ষেপের তুমুল সমালোচনা করা হয়েছে। সংবাদ সংস্থার তরফে। মানবাধিকার লঙ্ঘন এবং তথ্যের অধিকারের ন্যূনতম অধিকারও ইজরায়েল লঙ্ঘন করেছেন বলে তোপ দেগেছে আল জ়াজিরা। নেটওয়ার্কের দাবি, গাজ়া স্ট্রিপে ইজরায়েলের তরফে যা যা করা হয়েছে সেগুলি ধামাচাপা দেওয়ার জন্য এই কাজ করা হয়েছে।
মাসখানেক আগে ইজরায়েল আল জ়াজিরাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। মে মাসে ইজরায়েল ঘোষণা করেছিল দেশের মধ্যে কাজ করতে পারবে না আল জ়াজিরা। দেশের সুরক্ষার প্রশ্ন তুলে ইজরায়েলের তরফে ওই পদক্ষেপ করা হয়েছিল। মে মাসে জেরুজালেমে আল জ়াজিরার ব্যবহৃত একটি হোটেলের রুমেও তল্লাশি করেছিল ইজরায়েলি সেনা।
(Feed Source: abplive.com)