চেস অলিম্পিয়াডে পুরুষদের পর সোনা জয় মহিলা দলের! বুডাপেস্টে দাবায় ‘চক দে ইন্ডিয়া’

চেস অলিম্পিয়াডে পুরুষদের পর সোনা জয় মহিলা দলের! বুডাপেস্টে দাবায় ‘চক দে ইন্ডিয়া’

আগে ভাই পরে বোন, এবার এফআইডিই চেস অলিম্পিয়াডে সোনা জিতল ভারত।সেই দলের হয়েই সোনা জিতলেন রমেশবাবু প্রজ্ঞানন্দের বোন রমেশবাবু বৈশালি। ৪৫তম এফআইডিই চেস অলিম্পিয়াডের আসর বসেছে এবারে বুডাপেস্ট শহরে। সেখানে কয়েক ঘন্টা আগেই সোনা জিতে ইতিহাস গড়েছিল ভারতীয় পুরুষ দল। সেটাই ছিল এই প্রতিযোগিতায় ভারতীয় পুরুষ দলের প্রথম সোনা। তাঁর কয়েক ঘন্টার মধ্যেই এবার ইতিহাসে নাম লেখালেন মহিলা দাবাড়ুরাও। ভারতীয় প্রমিলা বাহিনিও বুডাপেস্ট থেকে সোনা নিয়েই দেশে ফিরছে। পুরুষ ও মহিলা বিভাগের ওপেন চেসে দুটি সোনাই ভারতের দখলে। দাবার এমন সাফল্যে উচ্ছসিত ভারতীয় ক্রীড়ামহল।

ভারতীয় মহিলা দলেরও এটাই ছিল এফআইডিই চেস অলিম্পিয়াডে প্রথম সোনা জয়। ফাইনাল রাউন্ডের ম্যাচে আজারবাইজানকে হারিয়ে বিশ্বজয় করল ভারত। আজারবাইজানকে হারানোর ফলে কাজাখিস্তানকে পিছনে ফেলে শীর্ষ স্থান দখল করে টিম ইন্ডিয়া। রমেশবাবু প্রজ্ঞানন্দের বোন বৈশালি প্রজ্ঞানন্দ ম্যাচ ড্র করেন আজারবাইজানের উলভিয়া ফাতালিয়েভার বিরুদ্ধে। এরপর হারিকা দ্রোণাভালি এবং ভানতিকা আগওয়াল নিজেদের পরের ম্যাচেই জয় পান। আর তাতেই কার্যত ভারতের সোনা জয় নিশ্চিত হয়ে গেছিল, তবুও কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র বনাম কাজাখিস্তানের ম্যাচের রেজাল্ট আসার জন্য। এরপরই ইতিহাসের পাতায় নাম লেখায় ভারতীয় মহিলা দাবাড়ুদের দল।

৪৫তম এফআইডিই চেস অলিম্পিয়াডে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন বৈশালি রমেশবাবু,হারিকা দ্রোণাভালি, ভানতিকা আগরওয়াল, দিব্যা দেশমুখ, তানিয়া সচদেব। তাঁদের ক্যাপ্টেন হিসেবে ছিলেন অভিজিত কুনতে। ভারতের দিব্যা দেশমুখ হারিয়ে দেন আজারবাইজানের গোভহার বেদুললায়েভাকে।

ভারতের কাজ সহজ করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। তাঁরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কাজাখিস্তানকে ২-২ ফলে আটকে দেয়, যার ফলে সোনা জয়ের সুযোগ হাতের নাগালের বাইরে চলে যায় কাজাখিস্তানের। ভারত সেই সুযোগে শীর্ষস্থান নিশ্চিত করে ফেলে। দ্বিতীয় স্থান পায় কাজাখিস্তান এবং তৃতীয় স্থানে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলা দল। হাঙ্গেরির বুডাপেস্ট শহরে কয়েক ঘন্টার ব্যবধানে ভারতের পুরুষ এবং মহিলা দাবা দলের এই ঐতিহাসিক জয়ের পর তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন লোকসভার বিরোধি দলনেতা রাহুল গান্ধি, আইপিএলের গুজরাট টাইটানস দলও।

(Feed Source: hindustantimes.com)