Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
চেস অলিম্পিয়াডে পুরুষদের পর সোনা জয় মহিলা দলের! বুডাপেস্টে দাবায় ‘চক দে ইন্ডিয়া’
চেস অলিম্পিয়াডে পুরুষদের পর সোনা জয় মহিলা দলের! বুডাপেস্টে দাবায় ‘চক দে ইন্ডিয়া’

আগে ভাই পরে বোন, এবার এফআইডিই চেস অলিম্পিয়াডে সোনা জিতল ভারত।সেই দলের হয়েই সোনা জিতলেন রমেশবাবু প্রজ্ঞানন্দের বোন রমেশবাবু বৈশালি। ৪৫তম এফআইডিই চেস অলিম্পিয়াডের আসর বসেছে এবারে বুডাপেস্ট শহরে। সেখানে কয়েক ঘন্টা আগেই সোনা জিতে ইতিহাস গড়েছিল ভারতীয় পুরুষ দল। সেটাই ছিল এই প্রতিযোগিতায় ভারতীয় পুরুষ দলের প্রথম সোনা। তাঁর কয়েক ঘন্টার মধ্যেই এবার ইতিহাসে নাম লেখালেন মহিলা দাবাড়ুরাও। ভারতীয় প্রমিলা বাহিনিও বুডাপেস্ট থেকে সোনা নিয়েই দেশে ফিরছে। পুরুষ ও মহিলা বিভাগের ওপেন চেসে দুটি সোনাই ভারতের দখলে। দাবার…

Read More