২০১৬-র আপার প্রাইমারির প্যানেল প্রকাশ কবে? দিনক্ষণ জানাল SSC

২০১৬-র আপার প্রাইমারির প্যানেল প্রকাশ কবে? দিনক্ষণ জানাল SSC

কলকাতা: ২৫ সেপ্টেম্বর আপার প্রাইমারির (Upper Primary) প্যানেল প্রকাশের সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC। হাইকোর্টের নির্দেশে ২০১৬-র প্যানেল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। কবে প্রথম দফার কাউন্সেলিং তাও জানানো হবে স্কুল সার্ভিস কমিশনের তরফে।

প্যানেল প্রকাশের সিদ্ধান্ত: অগাস্ট মাসে হাইকোর্টের নির্দেশের পরও এতদিন ২০১৬-র উচ্চপ্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন। এই পরিস্থিতিতে সোমবার পথে নামেন উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীরা। আর এদিনই বিজ্ঞপ্তি দিয়ে SSC জানাল ২৫ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার প্য়ানেল প্রকাশ করা হবে। হাইকোর্টের নির্দেশমতো প্রথম দফার কাউন্সেলিংয়ের তারিখও দ্রুত ঘোষণা করা হবে বলে জানাল SSC।

কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ গত ২৮ অগস্ট এসএসসিকে জানিয়েছিল, এক মাসের মধ্যে ১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের জন্য নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে। এই আবহেই মেধা তালিকা প্রকাশের দাবিতে সোমবার SSC ভবন অভিযানে নামে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। তাঁরা করুণাময়ী মেট্রো স্টেশনে পৌঁছতেই আটকায় পুলিশ। কয়েকজনকে করুণাময়ীতে আটকে দিলেও বাকি চাকরিপ্রার্থীরা আচার্য সদনের সামনে অবস্থানে বসে পড়েন। চাকরিপ্রার্থীদের রাস্তা থেকে টেনে-হিঁচড়ে তোলে পুলিশ। রাস্তায় শুয়ে প্রতিবাদ জানান চাকরিপ্রার্থীরা। তাঁদের ধাক্কা মেরে সরায় পুলিশ। পাঁজাকোলা করে একে একে চাকরিপ্রার্থীদের রাস্তা থেকে সরিয়ে গাড়িতে তোলে পুলিশ। উত্তেজনার মাঝে অসুস্থ হয়ে পড়েন এক চাকরিপ্রার্থী। এক চাকরিপ্রার্থী বলেন, “আমরা আর থাকতে পারছি না। আমরা বাড়িতে বৃদ্ধা মাকে রেখে এখানে পড়ে আছি। আমাদের বাড়িতে আয় করার লোক নেই। আমরা এই চাকরিটার জন্য় পড়ে আছি এখানে। আমাদের মেরে ফেলে দিন। এই দিন দিন, এই দিন দিন মরার থেকে।” আরেক চাকরি প্রার্থীর দাবি, “আমরা স্কুলে যাওয়ার দাবি রাখছি। আর পারছি না। আমরা স্কুলে যেতে চাই।”

অবশেষে এদিনই SSC বিজ্ঞপ্তি দিয়ে জানায় বুধবার মেধাতালিকা প্রকাশ করা হবে। যদিও চাকরিপ্রার্থীদের দাবি, শুধু মেধাতালিকা প্রকাশ করলে হবে না, নিয়োগ প্রক্রিয়াও শীঘ্র শুরু করতে হবে।

(Feed Source: abplive.com)