ঝাড়খণ্ডের রাস্তা দিয়ে যাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। বাহারগোরা এলাকায় আচমকাই তাঁর গাড়ি গর্তের জেরে আটকে যায়। প্রচন্ড বৃষ্টির জেরে এই গর্ত তৈরি হয়েছিল বলে দাবি করা হচ্ছে। ঝাড়খণ্ডে ভোট উপলক্ষ্যে তিনি সভায় যোগ দিতে যাচ্ছিলেন। পথেই আটকে যায় গাড়িটি।
এদিকে প্রচন্ড বৃষ্টির মধ্য়ে তিনি দ্রুত তাঁর গাড়ি থেকে নেমে পড়েন। এরপর তিনি অন্য গাড়িতে চাপেন। তাঁর সুরক্ষা কর্মীরা তাঁকে সহায়তা করেন।
মূলত গোটা রাস্তায় জলে পূর্ণ। সেই রাস্তা দিয়ে যাওয়ার সময়ই গাড়িটি আটকে যায়। পরে সিকিউরিটির লোকজন তাঁকে নামিয়ে অন্য গাড়িতে নিয়ে যান।
সভাতে গিয়ে চৌহান ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রীকে একহাত নেন। বর্তমান রাজ্য সরকারকেও তিনি একহাত নেন। তিনি আক্রমণ করেন বর্তমান ঝাড়খণ্ড সরকারকে। তিনি বলেন, আকাশে ঘন কালো মেঘ। মনে হচ্ছে একটা বিরাট সংকট দেখা দিয়েছে। তবে এখানকার যে রাজ্য সরকার সেখানকার উপরেও একটা বিরাট সংকট রয়েছে। তিনি বলেন, এটা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নয়, এটা হল ক্রাইম, মার্ডার, মাফিয়াদের সরকার। হেমন্ত সোরেন সেই সরকার চালাচ্ছেন। এই সরকার থেকে মুক্তির পথ দেখালেন হেমন্ত সোরেন।
(Feed Source: hindustantimes.com)