পন্থের এক ছক্কাতেই ভাঙতে পারে স্ট্যান্ডস! দ্বিতীয় টেস্টের আগেই গ্রিন পার্ক স্টেডিয়াম ঘিরে উদ্বে

পন্থের এক ছক্কাতেই ভাঙতে পারে স্ট্যান্ডস! দ্বিতীয় টেস্টের আগেই গ্রিন পার্ক স্টেডিয়াম ঘিরে উদ্বে

কানপুর: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচ (IND vs BAN 2nd Test)। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন হওয়ার কথা। কিন্তু সেই ম্যাচের আগেই অশনি সঙ্কেত। মাঠের এক স্ট্যান্ড নিয়ে এল সতর্কবার্তা। গ্রিন পার্কের ব্যালকনি সি স্ট্যান্ডকে বিপজ্জনক আখ্যা দিয়েছে উত্তর প্রদেশের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লুডি)।

উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার সিইও অঙ্কিত চট্টোপাধ্যায় নিজেই এই ঘটনার কথা জানান। তিনি জানান পিডব্লুডির দাবি রাজ্য ক্রিকেট সংস্থার তরফে মেনে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘পিডব্লুডির তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং সেই কারণেই ব্যালকনি সির সিট কমিয়ে দেওয়া হয়েছে। ৪৮০০ সিটির স্ট্যান্ডের আমরা মাত্র ১৭০০ টিকিট বিক্রি করব। আগামী দিনে ওই স্ট্যান্ড মেরামতের কাজ চালু থাকবে।’

অবস্থা এতটাই খারাপ যে ওই উল্লেখিত স্ট্য়ান্ড ঋষভ পন্থের এক ছক্কায়ও ভেঙে পড়তে পারে। পিডব্লুডির সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ার উদ্বেগ প্রকাশ করে বলেন যে, ‘ওই স্ট্যান্ড ৫০ জনের ভারও বহন করতে পারবে না। পন্থ যদি একটা ছক্কা মারায় একসঙ্গে ৫০জন যদি লাফায়ও, তাহলেও ওই স্ট্যান্ড ভেঙে পড়তে পারে। ওই অংশের মেরামতির ভীষণ প্রয়োজন।’ ওই স্ট্যান্ডেই বিশাল সংখ্যা দর্শক জড়ো হওয়ার কথা ছিল। তাই আগেভাগেই এই নিয়ে সতর্কবার্তা পাঠানো হয়।

পিডব্লুডির রিপোর্ট পেয়ে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়েছে উত্তরপ্রদেশের ক্রিকেট সংস্থা। প্রায় অর্ধেক করে দেওয়া হয়েছে দর্শকসংখ্যা। খবর অনুযায়ী, ওই স্ট্যান্ডের সামনে ক্রিকেট সংস্থার আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করা হয়। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকী স্ট্যান্ডের সামনে ফ্লাড লাইট নিয়েও সমস্যা রয়েছে। এই মাঠে শেষ ম্যাচেও নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে আলোর সমস্যা হয়েছিল। মূলত দূষণের কারণেই কানপুরে আলোর সমস্যা হয়ে থাকে। সেইবার সব আলো জ্বালিয়েও সুরাহা হয়নি। আগে শেষ হয়েছিল ম্যাচ। এবার তো ফ্লাড লাইট নিয়েই সমস্যা। ভিআইপি স্ট্যান্ডের সামনে একাধিক বাল্ব জ্বলছে না বলে খবর। তাই দ্বিতীয় টেস্ট শুরুর আগেই মাঠ নিয়ে বেশ উদ্বেগে উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা।

(Feed Source: abplive.com)