আড়াই দিনও লাগল না, বোলারদের দাপটের পর যশস্বীর দুরন্ত ব্যাটিংয়ে কানপুরেও বাংলাদেশকে হারাল ভারত

আড়াই দিনও লাগল না, বোলারদের দাপটের পর যশস্বীর দুরন্ত ব্যাটিংয়ে কানপুরেও বাংলাদেশকে হারাল ভারত

কানপুর: কানপুরে দ্বিতীয় টেস্টে (IND vs BAN 2nd Test) পঞ্চম দিনের সকালে বোলারদের দাপটে বাংলাদেশ ব্যাটিংয়ে ধস নামে। ভারতের সামনে জয়ের জন্য ছিল ৯৫ রানের ছোট্ট লক্ষ্য। এই রান করতে খুব একটা সমস্যা হওয়ার কথা ছিল না। হলও না। সাত উইকেটে দ্বিতীয় টেস্টও জিতে বাংলাদেশকে সিরিজ়ে হোয়াইটওয়াশ করল ভারত। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও হাফসেঞ্চুরি হাঁকালেন তরুণ যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। শতাধিক স্ট্রাইক রেটে তাঁর সংগ্রহ ৫১ রান। বিরাট কোহলি অপরাজিত রইলেন ২৯ রানে।

বৃষ্টিতে সম্পূর্ণ ভেস্তে গিয়েছিল দুই দিন। ম্যাচের প্রথম দিনে খেলা হলেও গোটা দিনের জন্য নির্ধারিত ওভারের আধাও করা হয়নি। এমন পরিস্থিতিতে আর পাঁচটা দল সাধারণত ড্রয়েই হয়তো সন্তুষ্ট হত। তবে গম্ভীর-রোহিতের ভারত যে ড্রয়ে সন্তুষ্ট নয়, তাঁদের লক্ষ্য যে জয়। চতুর্থ দিনে বাংলাদেশকে অল আউট করার পর ভারতীয় দল যে ম্য়াচ জয়ের জন্যই ঝাঁপাবে, তা রোহিতরা নিজেদের ব্যাটিংয়েই স্পষ্ট করেছিলেন। অল আউট হওয়ার আগেই, মাত্র ২৮৫ রানেই ইনিংসও ঘোষণা করেছিলেন। সেই আগ্রাসী অধিনায়কত্ব ও ক্রিকেটের সুফল পেলেন রোহিতরা।

গতকাল রাতে ধুঁয়াধার ব্যাটিংয়ের পর বাংলাদেশের দুই উইকেট তুলে নিয়েছিল ভারত। ম্যাচের পঞ্চম দিনে উইেকট নেওয়ার শুরুটা করেন অশ্বিন। তবে সব ভারতীয় বোলাররাই যৌথভাবে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামানোয় সামিল হন। ওপেনার শাদমান ইসলামের ৫০ ও মুশফিকুর রহিমের ৩৭ রানের ইনিংস বাদে তেমন কেউ বলার মতো রানই পাননি। বুমরা, অশ্বিন ও জাডেজা তিনটি করে উইকেট নেন। একটি উইকেট নেন আকাশদীপ। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অল আউট হয়ে যায়।

অল্প রানের লক্ষ্যে ব্যাটে নামলেও, প্রথম ইনিংসের মতোই ভারতীয় দলের মনোভাব ছিল আগ্রসী। রোহিত ও শুভমন গিল, যথাক্রমে আট ও ছয় রানে সাজঘরে ফিরলেও, যশস্বী এবং বিরাট কোহলি থামেননি। যশস্বী অনবদ্য অর্ধশতরান পূরণ করেন। কোহলিও তাঁকে যোগ্য সঙ্গ দেন। দু’জনের অর্ধশতরানের পার্টনারশিপ ভারতের জয় কার্যত সুনিশ্চিত করে দেয়। তবে যশস্বী ম্যাচ শেষ করে যেতে পারেননি। সেই কাজ করেন কোহলি ও ঋষভ পন্থ।

ঘরের মাঠে বিশেষ করে ভারতীয় দল যে কার্যত অপ্রতিরোধ্য, তা আবারও প্রমাণিত হল। এই নিয়ে নিজভূমে নাগাড়ে ১৮ নম্বর টেস্ট সিরিজ় জিতল টিম ইন্ডিয়া। ২০১৬ সালের জানুয়ারি মাসের পর থেকে লাল বলের ক্রিকেটে ভারতের থেকে বেশি ম্যাচ জেতার কৃতিত্ব আর কোনও দলের নেই। ৮৬টি ম্যাচের মধ্যে ৫৩টিতেই জিতেছে টিম ইন্ডিয়া। এরপর টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ সদ্য শ্রীলঙ্কার মাটিতে পরাস্ত হওয়া নিউজ়িল্যান্ড দল।

(Feed Source: abplive.com)