ইরানে নিজেদের AFC চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচ খেলতে যাচ্ছে না মোহনবাগান সুপার জায়ান্ট। AFC-কে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হল কারণ। অবশ্য এর আগেও বর্তমান পরিস্থিতিতে সেখানে তারা খেলতে যেতে চায় না বলে ই-মেল পাঠিয়েছিল। ২ অক্টোবর ইরানের ট্রাক্টর এফসির মুখোমুখি হওয়ার কথা ছিল সবুজ-মেরুন শিবিরের। বর্তমানে ইজরায়েলের হামলায় হিজবুল্লা প্রধানের মৃত্যুর পর পরিস্থিতি উত্তপ্ত ইরানে। তাই সে দেশে খেলতে যাওয়া সম্ভব নয় বলে জানায় বাগান ম্যানেজমেন্ট। তবে নিয়মমাফিক ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ট্রাক্টর এফসির তরফে। সেখানে মোহবাগানের প্রতিনিধিদের জন্য চেয়ার ফাঁকা রাখা হয়। পুরো বিষয়টা AFC-র নজরে এসেছে। AFC-র তরফে বিবৃতি দিয়ে জানানো হয়,‘তারা মোহনবাগানের ইরান সফরে না যাওয়ার বিষয়টির উপর নজর রেখেছে। যথাসময় এ নিয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে’।
AFC চ্যাম্পিয়ন্স লিগ ২-এ এবছর একমাত্র ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা দল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল রাভশানের। যুবভারতীতে সেই ম্যাচ গোল শূন্য ড্র করে মোহনবাগান। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ট্রাক্টর এফসির। কিন্তু সেই ম্যাচ আর খেলা হচ্ছে না। মূলত নিরাপত্তার অনিশ্চিয়তা থাকার কারণে না যাওয়ার সিদ্ধান্ত ম্যানেজমেন্টের। তবে কয়েকদিন আগে ট্রাক্টর এফসির তরফে তাদের অফিশিয়াল ফেসবুক পেজে লেখা হয়, ‘ইরানে না আসার জন্য অজুহাত খুঁজছে ভারতের ক্লাব মোহনবাগান। তারা ১ লক্ষ দর্শকের সামনে ১০-০ ব্যবধানে পরাজিত হওয়ার ভয় পাচ্ছে’।
বাগান ম্যানেজমেন্টের তরফে ইরানের বর্তমান পরিস্থিতির কথা জানিয়ে কয়েদিন আগে মেল করা হয় AFC-কে। তবে সেই মেলের রিপ্লাই আসেনি। এরপরই MBSG-র ৩৫ জন ফুটবলার ম্যানেজমেন্টকে সই করে এক চিঠি দেন, যেখানে স্পষ্ট উল্লেখ করা হয় যুদ্ধের আবহে ইরানে খেলতে যেতে পারবেন না তাঁরা। এরপরই ম্যানেজমেন্টের তরফে সেই সই করা চিঠি AFC-র কাছে পাঠিয়ে দেওয়া হয় এবং জানানো হয় ২ অক্টোবরের ম্যাচ তারা খেলতে যাবে না। এখন বিষয়টি খতিয়ে দেখছে AFC-র শৃঙ্খলারক্ষা কমিটি এবং এথিক্স কমিটি। তারপরেই নিজেদের সিদ্ধান্ত জানাবে তারা। এক্ষেত্রে মোহনবাগানকে বড় শাস্তির মুখেও পড়তে হতে পারে। যদিও বাগান কর্তাদের বক্তব্য, ‘না যাওয়ার হলে আমরা বিমানের টিকিট এবং হোটেল বুকিং করতাম না। এর জন্য প্রায় ২৫ লক্ষ টাকা খরচ হয়েছে। এখন ইরানে যাওয়া ঝুঁকিপূর্ণ। প্লেয়ারদের নিরাপত্তা সম্পূর্ণ নিশ্চিত না হলে খেলতে যাওয়া সম্ভব নয়। আমরা আমাদের ফুটবলারদের সই করা চিঠি AFC-কে পাঠিয়ে দিয়েছি’।
(Feed Source: hindustantimes.com)