ভোপাল: দিল্লি-মুম্বই রুটে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে একটি মালগাড়ি। মধ্যপ্রদেশে হঠাৎই বেলাইন হয়ে যায় মালগাড়ির তিনটি কামরা। দুর্ঘটনাগ্রস্ত মালগাড়িটি ডিজেল নিয়ে যাচ্ছিল বলে জানা গিয়েছে। মালগাড়িটি বেলাইন হওয়ার পরেই সেখানে পড়ে যাওয়া তেল লুট করতে হাজির হন স্থানীয়রা।
এই ঘটনা নিয়ে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত কামরা থেকে ডিজেল ট্রেনলাইনের ধারের নর্দমায় গিয়ে পড়েছে। সেই তেল নালা থেকে মগে করে বালতিতে ভরতে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয়রা। শুধু বালতিই নয়, যে যা পেরেছেন কেউ ড্রাম, কেউ জার সবেতেই ডিজেল ভর্তি করছেন স্থানীয়রা। বর্তমানে ডিজেলের দাম ১০০ টাকার কাছাকাছি, তাই মহার্ঘ এই তেল যে যেমন পেরেছেন চুরি করতে ব্যস্ত হয়ে পড়েন। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি নিউজ১৮ বাংলা।
मध्यप्रदेश के रतलाम में डीज़ल ले जा रही मालगाड़ी के वेगन देर रात पटरी से उतर गई थी
जिसके बाद वेगन से लीक हो रही डीज़ल को लोगों ने ने डीजल डब्बों में भर कर अपने घर ले गए
जिसे जो मिला उसमे डीज़ल भर कर लोग चलते बने #IndianRailways #Ratlam #Railway pic.twitter.com/UclvqqgaC4
— Najafgarh Confessions (@najafgarhconfes) October 4, 2024প্রসঙ্গত, ভোপালের কাছে বাকানিয়া-ভৌরিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে লাইনচ্যুত হয় মালগাড়িটি। তখন মালগাড়িটি রাতলাম স্টেশন থেকে মাত্র ১ কিমি দূরে ছিল। ঘন ঘন ট্রেন দুর্ঘটনা ঘটায় প্রশ্নের মুখে পড়ে নিরাপত্তা ব্যবস্থা। রাতলম বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজনিশ কুমার এই ঘটনার তদন্তের নির্দশ দিয়েছেন।
(Feed Source: news18.com)