
কলকাতা: বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা। তার ওপর আবার রবিবার, ছুটির দিন। দুর্গাপুজোর (Durga Puja 2024) তৃতীয়াতেই মহানগরীর উত্তর থেকে দক্ষিণ, চারিদিকে মানুষের ঢল। টালা প্রত্যয় থেকে মুদিয়ালি, সন্তোষ মিত্র স্কোয়ার বা শ্রীভূমি, সর্বত্রই মানুষের ঢল। বাঙালির সেরা উৎসবে সামিল হলেন ‘প্রিন্স অফ ত্রিনিদাদ’ ব্রায়ান লারা।
রবিবাসরীয় সন্ধেতে সুরুচি সঙ্ঘের পুজোতে হাজির হন কিংবদন্তি ব্রায়ান লারা। মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো হিসাবে বিখ্যাত সুরুচি সঙ্ঘের পুজো। সেই পুজোতেই সন্ধেতে একেবারে পাঞ্জাবি পরে হাজির ব্রায়ান লারা। আজ বিকেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই মণ্ডপের উদ্বোধন করেন। তারপর সন্ধেতে মণ্ডপে এসেছিলেন ব্রায়ান লারা। তিনি মণ্ডপ সজ্জা চাক্ষুষ করার পাশাপাশি আগত দর্শনার্থীদের সঙ্গে কথাবার্তাও বলেন। বাংলা তথা বাংলার মানুষের সুখ, শান্তি কামনাও করলেন লারা।
সুরুচি সঙ্ঘের এ বছরের থিম, ‘পুরনো সেই দিনের কথা’। অর্থাৎ অতীতের দিনগুলির স্মৃতি, যা কিছু ভাল, সেই নিয়েই, সেইসব কিছু স্মরণ করেই তৈরি এই পুজো মণ্ডপ। অতীতের যেসব মহাপুরুষেরা বাংলার নাম উজ্জ্বল করেছেন, তাঁদের ছবি তো রয়েইছে, পাশাপাশি পুরনো দিনের টেলিফোন, টেলের টিন, গরুর গাড়ির চাকা এইসব জিনিস দিয়েই করা হয়েছে মণ্ডপ সজ্জা।
(Feed Source: abplive.com)
