PTI Recruitment: ৫ হাজারেরও বেশি শূন্যপদে শারীরিক শিক্ষক নিয়োগ, ১২ পাশেই করুন আবেদন

PTI Recruitment: ৫ হাজারেরও বেশি শূন্যপদে শারীরিক শিক্ষক নিয়োগ, ১২ পাশেই করুন আবেদন

পিটি শিক্ষক নিয়োগ করা হবে।

Rajasthan Staff Selection Board (RSMSSB) -এর মাধ্যমে এই পিটি শিক্ষক নিয়োগ করা হবে। আর এই পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। আর করতে হলে rsmssb.rajasthan.gov.ইন কিংবা sso.rajasthan.gov.ইন – এই ওয়েবসাইটের মাধ্যমে তা করতে হবে। আর এজন্যে সাড়ে ৪০০ টাকা আবেদন শুল্ক হিসাবে দিতে হবে। তবে এই পদে আবেদন আগামী ২৩ জুন থেকে শুরু হবে।

কত পদে নিয়োগ-

কত পদে নিয়োগ-

পিটি শিক্ষক হিসাবে ৫৫৪৬ টি শূন্যপদ নন-টিএসপি এলাকার জন্য এবং ৬৪৭ টি শূন্যপদ টিএসপি এলাকার জন্য নিয়োগ করা হবে। তবে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

জরুরি তথ্য-

জরুরি তথ্য-

এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ আগামী ২২ জুলাই। এই সময়সীমার মধ্যে আবেদনকারীর আবেদন সংশ্লিষ্ট ঠিকানাতে পৌঁছে যাবে। পিটি শিক্ষক নিয়োগের পরীক্ষা ২০২২ অর্থাৎ এই বছরের ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের। পিটি শিক্ষকের পদে নিয়োগের পরে, ম্যাট্রিক্স লেভেল ১০-এর অধীনে বেতন পাওয়া যাবে। এমনটাই জানা যাচ্ছে বিজ্ঞপ্তিতে।

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১২ পাশ করতেই হবে। এছাড়াও আবেদনকারীকে C.P.Ed/D.P.Ed/B.P.Ed – এই সমস্ত বিষয়ে যোগ্যতার অধিকারী হতে হবে। এমনটাই বিজ্ঞপ্তিতে জানা যাচ্ছে।

আয়ু সীমা-

আয়ু সীমা-

Rajasthan Staff Selection Board (RSMSSB) -এর মাধ্যমে নিয়োগ হবে। ফলে ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই মতো নুন্যতম ১৮ বছর বয়স থেকে এই শূন্যপদে আবেদন করা যাবে। এছাড়াও সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে। তবে আবেদনের আগে অবশ্যই জরুরি তথ্যগুলি জেনে নিয়েই আবেদন করবেন।

(Source: oneindia.com)