তদন্তে হতাশ বিচারপতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও তৎপর সিবিআই

তদন্তে হতাশ বিচারপতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও তৎপর সিবিআই

#কলকাতা: এসএসসি ও প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৎপরতা সিবিআইয়ের অন্দরে। শিক্ষক নিয়োগ মামলার তদন্তে সিবিআইয়ের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে হতাশা প্রকাশ করেছেন তিনি। আর তার পরেই নড়েচড়ে বসেছে সিবিআই।

সিবিআই সূত্রে খবর, এই নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্তে গতি আনতে কলকাতা আসছে এক যুগ্ম অধিকর্তা পদমর্যাদার অফিসার। যিনি শুধু মাত্র এসএসসি ও প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার পর্যবেক্ষণ করবেন।

ইতিমধ্যেই চলতি সপ্তাহে কলকাতার দুর্নীতি দমন শাখায় জয়েন্ট ডিরেক্টর বা যুগ্ম অধিকর্তা হিসেবে যোগ দিয়েছেন ১৯৯৫ সালের আইপিএস ক্যাডারের এন বেণুগোপাল।

তিনি দুর্নীতি দমন শাখার অন্যান্য মামলাগুলির তদন্তের পর্যবেক্ষণে রয়েছেন। তাই তাঁর পক্ষে শিক্ষক নিয়োগ সংক্রান্ত তদন্তের কাজ গুরুত্বসহকারে দেখভালের ক্ষেত্রে কোথাও ফাঁক রয়ে যেতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একাংশ। তাই শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার জন্য আলাদা ভাবে একজন যুগ্ম অধিকর্তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে বলেই খবর।

এমন কি, মামলার তদন্তে গতি আনতে হাইকোর্ট বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের নির্দেশ দিয়েছে। সেই মোতাবেক প্রক্রিয়াও শুরু হয়েছে।

সিবিআই-এর ভূমিকায় হতাশা প্রকাশ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের প্রথম নির্দেশ দেওয়ার পর ছ’ মাস কেটে গেলেও কোনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি৷ হতাশ বিচারপতি বলেছিলেন, সিবিআই-এর ভূমিকা দেখে তাঁর ক্লান্ত লাগছে৷

বৃহস্পতিবার তদন্তের স্বার্থে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে যায় তদন্তকারী দল। জিজ্ঞাসাবাদ করা হয়েছে পর্ষদ সভাপতিকে। আগামী দিনে এই মামলায় অন্যদের জিজ্ঞাসাবাদ করা ও তল্লাশি অভিযান চালানো হবে বলে সিবিআই সূত্রে খবর।

Published by:Debamoy Ghosh

(Source: news18.com)