চলতি বছরের নভেম্বরে শুরু ফুটবল বিশ্বকাপ। আর তারপরই শুরু হয়ে যাবে ২০২৬ সালের বিশ্বকাপের প্রহর গোনার পালা। এরই মধ্যে ২০২৬-এর বিশ্বকাপ কোথায় কোথায় হবে তা জানিয়ে দিল ফিফা। খেলা হবে উত্তর আমেরিকার ১৬টি শহরে, তার মধ্যে ১১টিই মার্কিন যুক্তরাষ্ট্রে। এ ছাড়া মেক্সিকোর তিনটি ও কানাডার দুটি শহরে হবে ছাব্বিশের বিশ্বকাপের ম্যাচগুলি।
২০২৬ সালের বিশ্বকাপই প্রথমবার একযোগে তিনটি দেশ আয়োজনের দায়িত্ব পেয়েছে। দলের সংখ্যাও বেড়ে হবে ৪৮।
(Source: oneindia.com)