WATCH | Hardik Pandya: অবিশ্বাস্য শটে মারকাটারি চার! হিমশীতল হার্দিকের আলাদাই SWAG, দেখে পাগল নেটপাড়া…

WATCH | Hardik Pandya: অবিশ্বাস্য শটে মারকাটারি চার! হিমশীতল হার্দিকের আলাদাই SWAG, দেখে পাগল নেটপাড়া…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দু’ম্যাচের টেস্ট সিরিজের পাট চুকিয়ে ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) এখন তিন ম্যাচের টি-২০ সিরিজে ব্য়স্ত। গত রবিবার গোয়ালিয়রে নতুন ভাবে উন্মোচিত শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে একপেশে খেলে ভারত প্রথম টি-২০ জিতে নিল ৭ উইকেটে (India vs Bangladesh, 1st T20I) তাও আবার হাতে ৪৯ বল রেখে। আর গোয়ালিয়রে সব আলো কেড়ে নিয়েছেন দেশের এক নম্বর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)!

অর্শদীপ সিং (৩ উইকেট) ও বরুণ চক্রবর্তীর (৩ উইকেট) পেস-স্পিনের জোড়া আক্রমণে বাংলাদেশ ১২৭ রানে গুটিয়ে গিয়েছিল। বিশ্বের এক নম্বর দল যে, এই রান ঘুম চোখেও তুলে দেবে, তা সকলেরই জানা ছিল। সঞ্জু স্য়ামসন ও অভিষেক শর্মা ওপেন করতে নেমেছিলেন। অভিষেক ১৬ রান করে রানআউট হয়ে যান। এরপর অধিনায়ক সূর্যকুমার যাদব তিনে নেমে ১৪ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হয়ে যান। ১৯ বলে ২৯ রান করে ফিরে যান সঞ্জুও। এরপর নীতীশ কুমার রেড্ডি (১৫ বলে ১৬) ও হার্দিক মিলে ম্য়াচ হেসে খেলে বার করে আনেন।

হার্দিক ১৬ বলে ৩৯ রানের দুরন্ত ক্য়ামিয়ো ইনিংস খেললেন। ৫টি চার ও ২টি ছক্কায় সাজালেন নিজের ইনিংস। ব্য়াট করলেন ২৪৩.৭৫-এর স্ট্রাইক রেটে! হার্দিক তাসকিন আহমেদের উপর চড়াও হয়েছিলেন ১২ নম্বর ওভারে। হার্দিক তাসকিনের তৃতীয় বলে অবিশ্বাস্য শটে মারকাটারি চার মারলেন! চুইং গাম চিবোতে চিবোতে না তাকিয়ে হার্দিকের ব়্য়াম্প শট দেখে থ হয়ে গিয়েছে সকলে। হিমশীতল হার্দিকের সোয়াগ দেখে সকলেই বলছেন যে, এ অসম্ভব,  অবিশ্বাস্য! প্রতিবেদনের সঙ্গে ভিডিয়ো জুড়ে দেওয়া হল। আপনিও দেখে নিন সেই শট।  ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় এবং ১২ অক্টোবর হায়দরাবাদে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দুই দেশের।

(Feed Source: zeenews.com)