হায়দরাবাদ: ভারতের মাটিতে টানা ৫ ম্যাচে হারের তিক্ততা নিয়ে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে (India vs Bangladesh)। টেস্ট সিরিজে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারানোর পর টি-২০ সিরিজে ৩-০ হোয়াইটওয়াশ করে দিল ভারত। সিরিজ জয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। শনিবার হায়দরাবাদে ভারত বনাম বাংলাদেশ তৃতীয় টি-২০ ম্যাচ ছিল কার্যত নিয়মরক্ষার। সেই ম্যাচে বাংলাদেশকে ১৩৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিল ভারত। সেই সঙ্গে টি-২০ বিশ্বচ্যাম্পিয়নরা প্রমাণ করে দিল, ক্রিকেটের এই ফর্ম্যাটে এই মুহূর্তে তারা অপ্রতিরোধ্য।
প্রথমে ব্যাট করে রেকর্ড রান তুলেছিল ভারত। বাংলাদেশ বোলিংকে ছারখার করে ২৯৭/৬। কোনও টেস্ট খেলিয়ে দেশের সর্বোচ্চ টি-২০ স্কোর তুলেছিল ভারত। ভেঙে দিয়েছিল আফগানিস্তানের রেকর্ড। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৬৪/৭ স্কোরে আটকে গেল বাংলাদেশ।
বাংলাদেশের ক্রিকেটারেরা ভারতে এসেছিলেন পাকিস্তানকে তাদের দেশে গিয়ে ঐতিহাসিক টেস্ট সিরিজে হারিয়ে। আত্মবিশ্বাসে টগবগ করতে করতে। ভারতের কাছে দুই ফর্ম্যাটে গো হারান পরাজয়ের পর যদিও আত্মবিশ্বাসের সেই ফানুস চুপসে গিয়েছে বলেই মত ওয়াকিবহাল মহলের। শুধুমাত্র প্রথম টেস্টের প্রথম সেশন ছাড়া গোটা সফরে আর কখনওই ভারতকে প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলতে পারেনি বাংলাদেশ।
টি-২০ ক্রিকেটে রানের বিচারে এটা ভারতের তৃতীয় বৃহত্তম জয়। গত বছর আমদাবাদে নিউজ়িল্যান্ডকে ১৬৮ রানে হারিয়েছিল ভারত। সেটিই বৃহত্তম। ২০১৮ সালে আয়ার্ল্যান্ডকে ১৪৩ রানে হারিয়েছিল ভারত। সেটি দ্বিতীয় বৃহত্তম। বাংলাদেশকে ১৩৩ রানে হারানো তালিকায় তৃতীয় বৃহত্তম।
চলতি বছরে টি-২০ ক্রিকেটে এটা ভারতের ২১তম জয়। এর আগে ২০২২ সালে ২৮টি টি-২০ ম্যাচ জিতেছিল ভারত। দেশ, ক্লাব, ফ্র্যাঞ্চাইজি – সব দল মিলিয়ে ভারতই সবচেয়ে বেশি, ৩৭ বার দুশো বা তার বেশি রান করেছে। সমারসেটের ৩৬ বার দুশো করার রেকর্ড ভেঙে দিল ভারত। আন্তর্জাতিক দলগুলির মধ্যে অনেক পেছনে অস্ট্রেলিয়া। টি-২০ ক্রিকেটে ২৩ বার দুশোর বেশি স্কোর করেছেন অজ়িরা।
এই সিরিজে ভারতের সবচেয়ে বড় প্রাপ্তিগুলির মধ্যে থাকবে সঞ্জু স্যামসনের ব্যাটিং। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করলেন তিনি। সঙ্গে অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্ম। টি-২০ দলের অধিনায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর পরপর দুটি সিরিজ জিতলেন স্কাই। ব্যাটেও সফল। পাশাপাশি ময়ঙ্ক যাদবের প্রত্যাবর্তন, হার্দিক পাণ্ড্যর ফর্ম এবং রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজার মতো তারকাদের অবসরের পরেও টি-২০ ক্রিকেটে এই দাপট স্বস্তি দেবে ভারতীয় শিবিরক।
(Feed Source: abplive.com)