অঞ্জন দত্তের সঙ্গে ওয়েবসিরিজে কাজ করে কতটা খুশি তৃণা, তা ছবি পোস্ট করে বুঝিয়ে দিলেন

অঞ্জন দত্তের সঙ্গে ওয়েবসিরিজে কাজ করে কতটা খুশি তৃণা, তা ছবি পোস্ট করে বুঝিয়ে দিলেন

News

lekhaka-Paramita das

অঞ্জন দত্তের নতুন ওয়েব সিরিজে কাজ করছেন অভিনেত্রী তৃণা সাহা। সিরিজের নাম ‘মার্ডার বাই দ্য হিলস’। আর এখানে অভিনয় করেছেন তৃণা। তা তিনি এত খুশি। অভিনেত্রী ওয়েব সিরিজ ছাড়াও সিরিয়ালেও অভিনয় করে সকলের বিশেষ নজর কেড়েছেন। তাছাড়াও তিনি কিন্তু সিনেমাও করেছেন।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

এই প্রথমবার অঞ্জন দত্তের সঙ্গে কাজ করছেন অভিনেত্রী তৃণা সাহা। আর তার জন্য তিনি যে বেজায় খুশি তা অভিনেত্রীর ইনস্টাগ্রাম পেজে চোখ রাখলেই দেখা যাবে। কারণ সেখানে তিনি অঞ্জন দত্তের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে অভিনেত্রীর মুখে উপচে পড়া হাসি। ছবি পোস্ট করে তৃণা লিখেছেন, বারবার মনে করার মত একটা মুহূর্ত। এই কাজ মনে রাখার মতো। হ্যাঁ অঞ্জনদা, তুমি প্রেরণা আর নিজেই একজন প্রতিষ্ঠান, আরও বিস্তারিত খুব তাড়াতাড়ি আসছে। দার্জিলিংকে কেন্দ্র করে এই সিনেমার গল্প। পাহাড়ের আনাচে কানাচে লুকিয়ে অনেক রহস্য, তারই সমাধান হয়েছে এই ওয়েব সিরিজে।

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহাও শ্রীমতী ছবির হাত ধরেই বড় পর্দায় পা রাখছেন। মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। সেখানে দেখা যাচ্ছে, ভালোবেসে বিয়ে করে, মন দিয়ে সংসার করছেন শ্রীমতী। এটাই কিন্তু তার স্বপ্ন। এক সাধারণ গৃহবধূ, যার কাছ সংসার সামলানো ও বিশ্রাম নেওয়া এই দুটোই খুব দরকারি।

এই সিনেমায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী ও স্বস্তিকা মুখোপাধ্যায়। সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক অর্জুন দত্ত। এই ছবিতেই প্রথম ডেভিউ করতে চলেছেন টেলিভিশন অভিনেত্রী তৃণা সাহা।

কিন্তু পরিবারের অন্য সদস্যরা রোগা করতে ব্যস্ত স্বস্তিকাকে । তাই সকাল হলেই তাঁকে জিমও করতে হয়। পরিবারের সদস্যরা দুপুরে ঘুমে দেয় ব্যঘাত। তবে, অবশ্যই অনেকে খাবারে বারণ তাঁর। এর মাঝে নিজের ব্যক্তিত্বকে কী হারিয়ে ফেলবে অভিনেত্রী। তা জানতে হলে দেখতে হবে সিনেমাটি।

ছবিতে শ্রীমতীর চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। শ্রীমতীর স্বামী অনিন্দ্যর চরিত্রে রয়েছেন সোহম চক্রবর্তী। তাদের রয়েছে একটি ছেলেও তাঁর নাম কুট্টুস। বন্ধু মল্লিকার চরিত্রে দেখা মিলবে বরখা বিস্ত সেনগুপ্তের। অভিনেত্রীর শাশুড়ির চরিত্রের নাম প্রতিমা নাম দেবযানী বসু। ননদের চরিত্রের বৃষ্টির ভূমিকায় দেখা যাবে তৃণা সাহাকে।

ফুটপাত থেকে উঠে এসেছি, ছিল না মাথার ওপর ছাদ, জন্মদিনে জানুন মিঠুন দার সংঘর্ষের কাহিনীফুটপাত থেকে উঠে এসেছি, ছিল না মাথার ওপর ছাদ, জন্মদিনে জানুন মিঠুন দার সংঘর্ষের কাহিনী

বলা বাহুল্য, এক উচ্চবিত্ত পরিবারের গৃহবধূর জীবনকে কেন্দ্র করে গড়ে ওঠে সিনেমায় গল্প। ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বরখা বিস্ত সেনগুপ্তকে। মল্লিকার ভূমিকায় করবেন তিনি। শ্রী অর্থাৎ শ্রীমতীর জীবনে মল্লিকার আগমন কী বদলে দেবে ‘শ্রী’-এর জীবন? কেমন হবে আসন্ন সিনেমাটি, সেদিকেই চাতক পাখীর মত তাকিয়ে অনুগামীরা। শোনা যাচ্ছে ৮ জুলাই মুক্তি পেতে পারে আসন্ন সিনেমাটি।