স্বামীর মৃত্যুর পরেও শ্বশুরবাড়িতে কেন? ভিডিয়োর মাধ্যমে উত্তর দিলেন এক মহিলা

স্বামীর মৃত্যুর পরেও শ্বশুরবাড়িতে কেন? ভিডিয়োর মাধ্যমে উত্তর দিলেন এক মহিলা

একটা কথা সবসময় শুনে থাকবেন, বিয়ের পর স্বামীর ঘর হল মেয়েদের আসল ঘর। স্বামীর ঘর থেকেই শেষ যাত্রা হওয়া উচিত একজন নারীর। কিন্তু সমাজ বদলেছে, বদলেছে কিছু চিন্তাধারাও। কিন্তু এত কিছু পরেও কিছু মানুষের কটাক্ষের সম্মুখীন হতে হয় স্বামীহারা নারীদের। স্বামী মারা যাওয়ার পরেও কেন শ্বশুর বাড়িতে কেন থাকে একজন নারী, এই প্রশ্নের উত্তরে সম্প্রতি একটি দারুন ভিডিয়ো পোস্ট করেছেন ইশু নামের এক মহিলা।

স্বামীর মৃত্যুর পর কেন শ্বশুরবাড়িতে তিনি থাকেন, তা তিনি দেখিয়েছেন একটি গোটা ভিডিয়োর মাধ্যমে। ভিডিয়োটি তিনি পোস্ট করেছেন নিজের Instagram অ্যাকাউন্ট থেকে। ভিডিয়োটি দেখলে আপনারও চোখে জল চলে আসবে। ইতিমধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি। ইতিমধ্যেই ৭.১ লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন ভিডিয়োটি এবং লাইক করেছেন ১২ হাজারের বেশি মানুষ।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, ইশু ঘরের কোনে একটি ডায়রি নিয়ে বসে রয়েছেন। তারপরই দেখা যাচ্ছে শশুর মশাই খুব যত্ন নিয়ে মাথায় তেল মালিশ করে দিচ্ছেন বৌমার। দুই যমজ নাতি নাতনির সঙ্গে দাদু ঠাকুমার যে ভীষণ ভালোবাসার টান, সেটা ধরা পড়েছে ভিডিয়োর মাধ্যমে। একসঙ্গে রেস্টুরেন্টে যাওয়া অথবা একসঙ্গে খেলা করা, এটা যেন এই পরিবারে রোজকার রুটিন।

ভিডিয়োয় আরও দেখা যাচ্ছে, শুধু ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে নয়, শাশুড়ি বৌমাও একে অপরের সঙ্গে খেলায় মেতেছেন। একসঙ্গে মেলা দেখতে যাওয়া বা ফুটবল খেলা, এ তো যেন এই পরিবারের টিআরপি। বউমা নয়, নিজের মেয়েকেই যেন আঁকড়ে ধরেছেন দুই বৃদ্ধ-বৃদ্ধা। যেখানে শ্বশুর বাড়ি নামক বস্তুটিই অদৃশ্য, সেখানে স্বামী ছাড়া শ্বশুরবাড়িতে থাকা যায় অনায়াসে।

সোশ্যাল মিডিয়াতে ভিডিয়োটি ভাইরাল হতেই সকলে এত সুন্দর ভালোবাসার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। ভিডিয়োয় একজন লিখেছেন, ‘এইরকম ভালবাসা থাকলে বৌমাদের আর কষ্ট পেতে হয় না।’ আবার অন্য একজন লিখেছেন, ‘এমন ভালোবাসাই যেন ঘরে ঘরে থাকে।’ তৃতীয় এক ব্যক্তি লিখেছেন, ‘যদি সব বাড়িতেই বৌমাদের এমনই আদর থাকত তাহলে মেয়েরা শ্বশুর বাড়িতে নিজের বাড়ি বলতে পারতো।’

(Feed Source: hindustantimes.com)